ভারতীয় কেন্দ্রীয় শ্রম মন্ত্রক দ্বারা ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল চালু করা হয়েছে।
এর এর মাধ্যমে পরিযায়ী শ্রমিক নির্মাণ কর্মীর শ্রমিক হকার দিন মজুর শ্রমিক ও পরিচারকের মত ও দেশের সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা মূলক প্রকল্পের সুবিধা পেয়ে থাকবেন।
ই-শ্রম ফোটালে রেজিস্ট্রেশন করালে কি কি সুবিধা পাবেন?
এই পোর্টালটি ভারতীয় শ্রমিকদের জন্য করা হয়েছে। ভারতীয় শ্রমিক রায়ের ফলে সুবিধা পাবেন দু লক্ষ টাকার বিমা দেয়া হবে এবং সামাজিক সুরক্ষা এবং একসথে একটি দুর্ঘটনা বীমা দেওয়া হবে।
যে সমস্ত শ্রমিকরা অসংগঠিত আছে তারা সংঘটিত হবে।
এই প্রকল্পের ফলে সরকার ভারতীয় শ্রমিকদের পাশে থাকতে পারবে, শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান করতে পারবে, শ্রমিকদের সরকারি কাজের সুবিধা প্রদান করা হবে, সরকারের কাছে শ্রমিকদের তথ্য একত্রিত থাকবে, ভারতীয় শ্রমিকরা অর্থনৈতিক ভাবে সাহায্য পাবে।
কারা কারা এই সুবিধাটি নিতে পারবেন?
ভারতবর্ষের সকল শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন যেমন- ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক , দুধ বিক্রেতা, অভিসারী শ্রমিক ,ফল ও সবজি বিক্রেতা, ইটভাটার শ্রমিকরা, মিলের শ্রমিকরা, মৎস্যজীবীরা, পশুপালনকারিরা, লবণ ,রাজমিস্ত্রি, চামড়া শ্রমিক সমস্ত ধরনের শ্রমিকরাই এই সুবিধার আওতায় পড়বে।
এই সুবিধা পাওয়ার বয়স সিমা- 16 থেকে 59 বছরের মধ্যে বয়স হলে সেই শ্রমিকরা এই সুবিধাটি আপনারাও নিতে পারবেন।
এই সুবিধাটি নেওয়ার জন্য কি কি নথি পত্র প্রয়োজন?
আধার কার্ড ,ব্যাংকের বই, রেশন কার্ড , ইলেকট্রিকের বিল একটি ফোন নাম্বার যেটি আধার কার্ডের সঙ্গে লিংক করা আছে।
আবেদন পদ্ধতিটি step-by-step জেনে নিন-
1) প্রথমে ই শ্রম এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। www.eshram.gov.in
2) এরপর "Register on e Shram" লেখা অংশে ক্লিক করতে হবে।
3) Self Registration অংশে ক্লিক করুন।
4) এরপর ওখানে নিজের মোবাইল নাম্বার দিন এবং একটি ক্যাপচা আসবে ওটিকে ওখানে সলভ করে দিতে হবে।
5) এরপর EPFO এবং ESIC দুটি অংশে ক্লিক Yes/No তে ক্লিক করুন।
6) এরপর সেন্ড ওটিপি অপশন এ ক্লিক করতে হবে।
7) তারপর ওটিপি টি বসালে আবেদনের ফরম খুলে যাবে।
8) এরপর ওই পোর্টালে নিজেদের সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র আপলোড করতে হবে।
9) এরপর Save and Continue অবসানে ক্লিক করতে হবে।
10) এরপর একটি ইউ এ এন নাম্বার আপনাকে দেয়া হবে ফটিকের যত্ন সহকারে রেখে দেবেন।
আর আপনি যদি চান তাহলে আবেদন ফরমটি প্রিন্ট আউট করে রাখবেন।
এরপর লগ ইন যদি করতে হয় তাহলে আপনারা www.eshram.gov.in ওয়েবসাইটে গিয়ে লগইন অপশন এ ক্লিক করে মোবাইল নাম্বাাাারও ক্যাপচার দিয়ে লগইন করতে পারবেন।
হেল্পলাইন নাম্বার- 14434 নাম্বারে আপনারা কল করতে পারেন।
Official Website- www.eshram.gov.in
ই-শ্রম সম্বন্ধিত জরুরী তথ্য-
এই ফরমটি ফিলাপ করার জন্য আপনাদের কোনো আবেদন মূল্য লাগবেনা। মহিলারাও এই ফরমটি ফিলাপ করতে পারবেন। এইটি রিনিউ করবার কোন ব্যাপার নেই।
কোন মন্তব্য নেই: