DVC Recruitment 2021 | দামোদর ভ্যালি কর্পোরেশন এ 46 জন কর্মী নিয়োগ

দামোদর ভ্যালি কর্পোরেশন এর অন্তর্গত হাসপাতাল ও ডিসপেনসারি গুলিতে চুক্তিভিত্তিক ভাবে 46 জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হতে চলেছে।

ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।



যোগ্যতা - মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে স্বীকৃতি প্রাপ্তত যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রী।



বেতন - এই পদের জন্য 83,500 টাকা করে প্রতিমাসে বেতন দেয়া হবে।



ইন্টারভিউ এর তারিখ- 
1) ডিভিসি ডিটিপিএস হাসপাতাল 27 শে সেপ্টেম্বর সকাল 9:30 টা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত।


2) কম্বাইন বিল্ডিং/অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, ডিভিসি মাইথন 28 শে সেপ্টেম্বর সকাল 9:30 টা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত।


3)  অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডিভিসি সিটিপিএস 29 শে সেপ্টেম্বর সকাল 9:30 টা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত।


4)  নিউ অ্যাডমিন বিল্ডিং এইচআর ডিপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোর, ডিভিসি কেটিপিএস 30 শে সেপ্টেম্বর সকাল 9:30 টা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত।

আবেদন পদ্ধতি - এই পদের জন্য আবেদন করতে হলে www.dvc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।

নিচের লিংকে ক্লিক করে ও আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন।


ইন্টারভিউ দিন যাবতীয় ডকুমেন্ট এবং তাহার প্রমাণপত্র অরিজিনাল এবং জেরক্স নিয়ে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.