Chitraranjan Rail Engine Factory Recruitment 2021 | চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা নতুন করে কর্মী নিয়োগ কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে
ভারতীয় রেলের তরফ থেকে আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ টি করা হবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এ। এই বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে বিভিন্ন অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া টির ভালো দিক হলো কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। সম্পূর্ণ ডিটেইলস জানতে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন
পদের নাম ও শুন্যপদ এর
বিবরন ঃ-
পদের নাম- ফিটার
মোট শূন্যপদ - 200 টি। UR-100, SC- 30, OBC-54, ST-15 কি করে পদ রয়েছে।
পদের নাম- টার্নার
মোট শূন্যপদ - 20 টি। UR-10, SC- 3, OBC-5, ST-2 টি করে পদ রয়েছে।
পদের নাম- মেশিনিস্ট
মোট শূন্যপদ - 56 টি। UR-29, SC- 8, OBC-15, ST-4 কি করে পদ রয়েছে।
পদের নাম- ওয়েল্ডার (G & E )
মোট শূন্যপদ - 88 টি। UR-44, SC- 13, OBC-24, ST-7 কি করে পদ রয়েছে।
পদের নাম- ইলেকট্রিশিয়ান
মোট শূন্যপদ - 112 টি। UR-57, SC- 17, OBC-30, ST-8 টি করে পদ রয়েছে।
পদের নাম- Ref. & A.C Mechanics
মোট শূন্যপদ - 4 টি। UR-2, SC- 1, OBC-1, ST-0 টি করে পদ রয়েছে।
পদের নাম- পেইন্টার
মোট শূন্যপদ - 12 টি। UR-6, SC- 2, OBC-3, ST-1 টি করে পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিিক পাস করতে হবে। এবং এন সি ভি টি অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করতে হবে।
বয়স - 15/09/2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। উপরোক্ত প্রতিটি পদের জন্য এটি প্রযোজ্য।
আবেদন পদ্ধতি - আবেদন করার জন্য প্রার্থীদের apprenticeshipindia.org এই ওয়েবসাইটে নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট এবং রেজাল্ট এবং বাকি জরুরি ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের বৈধ মেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকা প্রয়োজন।
আবেদনের শেষ তারিখ- 03/10/2021 পর্যন্ত আবেদনটি চলবে।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
কোন মন্তব্য নেই: