কলকাতা হাইকোর্টে নতুন চাকরির সুযোগ লাস্ট ডেট ৮ই অক্টোবর ২০২১

রাজ্যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার ক্যালকাটা হাই কোর্ট রিকুটমেন্ট 2021(Assistant Registrar Calcutta High Court Recruitment 2021) পদে আবেদন  চলছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারে।


ক্যালকাটা হাই কোর্ট রিকুটমেন্ট 2021(kolkata high court recruitment 2021)- এ সব মিলিয়ে মোট ১৪টি পদ খালি আছে। Assistant Registrar (Court Recording) Jobs in West Bengal-এ  আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের তারিখ, আবেদন ফি, অফিসিয়াল লিংক সমস্তত কিছু বিস্তারিত লেখাা আছে।


পদের নাম: Assistant Registrar (Court Recording) 

মোট শূন্যপদ: 14 টি

আবেদন পদ্ধতি: OFFLINE 

Starting Date: 17/09/2021 

Last Date: 08/10/2021


শিক্ষাগত যোগ্যতা-গ্রাজুয়েশন পাশ হতে হবে তার সাথে ইংরেজি ও কম্পিউটারের নলেজ থাকতে হবে।


মোট শূন্যপদ-  এখানে ১৪টি শূন্যপদ আছে। 


বয়স সীমা(As On 01/01/2021)-  

প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাবে।


মাসিক বেতন ( Per Month)-  পেয় ম্যাট্রিক্স লেভেল  (pay matrix  Level) 16 অনুযায়ী 56,100 থেকে 1,44,300 পর্যন্ত।


নির্বাচন পদ্ধতি- Phase I & Phase II -হবে এবং যেখানে Shorthand Writing টেস্ট নেওয়া হবে।

 

আবেদন ফি- SC/ST-দের জন্য 400 টাকা এবং অন্যান্য আবেদনকারীর জন্য 800 টাকা ।

আবেদন ফি জমা করতে হবে ডিমান্ড ড্রাফট (Demand Draft)-এর মাধ্যমে। সমস্ত কিছু নোটিশে উল্লেখ করা আছে।


আবেদন পদ্ধতি- অফলাইনে প্রার্থী কে নিজেকে একটি আবেদন ফর্ম বানিয়ে সেটি একটি চিঠির খামে করে জমা করতে হবে। 45 টাকার একটি পোস্টাল খামের মধ্যে ডিমান্ড ড্রাফ্‌ট এবং তার সাথে সমস্ত নথির জেরক্স ও  নিজের সই সহ জমা করতে হবে। আবেদন করার শেষ তারিখ ৮ অক্টোবর ২০২১ পর্যন্ত । কলকাতার উচ্চ আদালতের ঠিকানাতে চিঠির খামটি জমা করতে হবে।  


গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.