কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনস্থ এন ইউ এইচ এম সোসাইটি ( ন্যাশনাল আরবান হেলথ মিশন) চুক্তিভিত্তিক ভাবে 73 জন কর্মী নিয়োগ করা হবে।
kolkata Municipal corporation Job Recruitment Notice
শূন্য পদের সংখ্যা -
মেডিকেল অফিসার (ফুল টাইম )18 টি।
মেডিকেল অফিসার (পার্ট টাইম )55 টি।
যোগ্যতা -
যেকোনো মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে এমবিবিএস এবং একসঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ।
বয়স -
1 সেপ্টেম্বর 2021 অনুযায়ী প্রার্থীর বয়স 62 বছরের মধ্যে হতে হবে।
প্রার্থী বাছাই প্রক্রিয়া -
প্রার্থী বাছাই প্রক্রিয়া টি walk-in-interview এর মাধ্যমে নেয়া হবে।
ইন্টারভিউর সময় এবং ঠিকানা ময়না-
ইন্টারভিউটি হবে 10 সেপ্টেম্বর 2021 তারিখে বেলা 11:30 থেকে।
ইন্টারভিউয়ে ঠিকানাটি হলো - Room No-254, 2nd floor, PMU, Kolkata City NUHM Society5, S.N Banerjee Road, Kolkata-700013
ইন্টারভিউ দিন যাবতীয় তথ্য নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদন পত্র যাবতীয় প্রমান আদি অরজিনাল জেরক্স সহ নিয়ে যেতে হবে।
কোন মন্তব্য নেই: