বিধাননগর পৌরসভার স্বাস্থ্য বিভাগে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী এই কাজে নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা Bidhannagar Hononary Health Worker(HHW) Recruitemnt 2021-এ আবেদন করতে পারবেন।
Bidhannagar municipality -এর অন্তর্গত Hononary Health Worker এ -আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, সমস্ত কিছু এই পোস্ট টির মাধ্যমে আলোচনা করা হবে।
পদের নাম- Hononary Health Worker(HHW)
মোট শূন্যপদ- 01 টি।
আবেদন পদ্ধতি Offline
Starting Date- 09/09/2021
Last Date- 30/09/2021
শিক্ষাগত যোগ্যতা-মাধ্যমিক পাশ করলেই প্রার্থী আবেদন করতে পারবে।
বয়স সীমা (As On 01/01/2021)- 30 থেকে 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে এবংং তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়সসীমা শুরু হবে 22 থেকে 40 বছর ।
মাসিক বেতন (Per Month)- 4,500 টাকা।
নিয়োগ পদ্ধতি- মেরিট লিস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন ফি- কোন রকম আবেদন ফি লাগবেনা।
আবেদন পদ্ধতি- আবেদন ফর্ম ডাউনলোড করুন অফিসিয়াল সাইট থেকে।
অফিসিয়াল ওয়েবসাইট- www.bmcwbgov.in থেকে ফর্ম প্রিন্ট করে আবেদন ফর্মটি ফিলাপ করুন।
সেটি ফিলাপ করে নিজের নির্দিষ্ট নথিগুলির জেরক্সসহ পাঠান।
আবেদন ফর্ম জমা করার ঠিকানা বিজ্ঞপ্তিতে বলা আছে।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
কোন মন্তব্য নেই: