ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র অফিসার স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে 190 জন কে। এই পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারে অনলাইনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2021 তারিখ পর্যন্ত।
এই ব্যাংক স্পেশালিস্ট অফিসার পোস্টে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল -
Agriculture field officer (এগ্রিকালচার ফিল্ড অফিসার), security officer (সিকিউরিটি অফিসার), law officer (ল অফিসার), HR personnel officer(এইচআর/ পার্সোনাল অফিসার), it support administrator(আইটি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর), DBA (ডিবিএ), windows administrator(উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর), project support engineer(প্রজেক্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার), network and security administrator(নেটওয়ার্কক অ্যান্ড সিকিউরিটিকড অ্যাডমিনিস্ট্রেটর), email administrator(ইমেল অ্যাডমিনিস্ট্রেটর)।
আবেদন ফি - 1180 টাকা আবেদন ফি এবং ইন্টিমেশন চার্জ 1000 টাকা+জিএসটি ।
তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের 118 টাকা।মহিলা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আদেবন করতে পারে।
শিক্ষাগত যোগ্যতা - শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সমস্ত কিছু বিস্তারিত বিষয় ওয়েেবসাইটে থেকে জেনেে নিতে।
আবেদন পদ্ধতি - প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। আবেদন করা যাবে 19সেপ্টেম্বর 2021 তারিখ পর্যন্ত।
Official Notice - Download Now
কোন মন্তব্য নেই: