Balurghat Municipality Recruitment 2021 | বালুরঘাট মিউনিসিপালিটি তে মাধ্যমিক পাশ যোগ্যতায় একাধিক পদে নিয়োগ
Balurghat Municipality Hononary Health Worker Recruitment 2021 . এখানে মোট 32 টি পদ রয়েছে আপনারা অফলাইনে এর মাধ্যমে এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন।
আমাদের ওয়েবসাইটে নিচের দিকে আপনারা এই পোস্টটি সম্বন্ধে যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, কিভাবে নিয়োগ করা হবে, আবেদন মূল্য, কিভাবে আবেদন করবেন এবং জরুরী লিংক সম্পূর্ণ ডিটেইলস জানতে পারবেন।
বোর্ডের নাম - Balurghat Municipalty
বিজ্ঞপ্তি নম্বর - 1585/G-8
পদের নাম - Hononary Health Worker (HHW)
মোট পদের সংখ্যা- 44 টি
আবেদন এর প্রকার- Ofline
আবেদন শুরুর তারিখ- 20/09/2021
আবেদনের শেষ তারিখ- 26/10/2021
কাজের স্থান- বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে সমাজের জন্য কাজ করার ইচ্ছা থাকার প্রয়োজন।
বয়স- 30 থেকে 40 বছরের মধ্যবয়স হতে হবে এবং তপশিলি জাতি ও উপজাতিদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতন- 4500 টাকা।
নিয়োগ পদ্ধতি - মেধা তালিকা এবং ইন্টারভিউ।
বিশেষ দ্রষ্টব্য- প্রার্থীকে বালুরঘাট মিউনিসিপালিটি র বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে বিবাহিত/ বিবাহ বিচ্ছিন্নতা/ বিধবা হতে হবে।
আবেদন মূল্য - এই পদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবেনা।
কিভাবে আবেদন করবেন?
● অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম টি ডাউনলোড করুন। ( নিচে লিংক দেয়া আছে ওই লিংকে ক্লিক করলে অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন)।
● Official Website: Click Here
● আবেদন ফরমটি সঠিকভাবে ফিলাপ করুন।
● আবেদন ফরম ফিলাপ করার পর তাহার সাথে নির্দিষ্ট নথির জেরক্স গুলি যোগ করুন।
Why casinos are rigged - Hertzaman - The Herald
উত্তরমুছুনIn kadangpintar the UK, 바카라 casino games are ventureberg.com/ rigged herzamanindir.com/ and there is evidence febcasino of fraud, crime or disorder or an individual's involvement. There are also many