Assam Rifles Recruitment 2021 | 1230 টি শুন্যপদে Technical & Tradesmen নিয়োগ হতে চলেছে

Technical & Tradesmen Vacancies 2021 : আসাম রাইফেল এর তরফ থেকে 1230 টি পদে টেকনিশিয়ান এবং ট্রেডসম্যান নিয়োগের নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো যারা ভারতীয় সেনায় কাজ করতে চাও অথবা ভারতীয় সেনার আন্ডারে কাজ করতে চাও তাদের জন্য এটি একটি বড় সুযোগ।



11 ই সেপ্টেম্বর 2021 তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আবেদনটি 25 শে অক্টোবর 2021 তারিখ পর্যন্ত চলবে আপনারা যদি আবেদন করতে চান এরমধ্যে আপনাদের আবেদনটি করে ফেলতে হবে। আবেদনটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে হবে। আপনারা আবেদনটি www.assamrifles.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী যাবতীয় নথি, আবেদনের মাপদণ্ড বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স, শিক্ষাগত যোগ্যতা নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন মূল্য সম্পূর্ণ জানতে পোষ্টটি পড়ুন।


আসাম রাইফেলস

Technical & Tradesmen Vacancies 2021

 

Starting Date to Apply Online: 11-09-2021

Last Date to Apply Online: 25-10-2021

Date for Recruitment Rally: 01-12-2021

www.bongedutech.com

পদের নাম

 

Technical and Tradesmen Recruitment Rally 2021-22 (Group B & C)

মোট শুন্যপদ – ১২৩০ টি

শিক্ষাগত যোগ্যতা

 

এখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশান ও আরও অন্যান্য যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে । নিচে অফিসিয়াল নোটিশ দেওয়া হল ।

বয়সসীমা

 

আবেদনকারির বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে ।

প্রার্থীর বয়স ০১/০৮/১৯৯৮ এর আগে ও ০১/০৮/২০০৩ এর পর হলে হবে না।

তবে সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে ।

আবেদন পক্রিয়া

 

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

আবেদন মুল্য

 

গ্রুপ B পদের ক্ষেত্রে – ২০০ টাকা

গ্রুপ C পদের ক্ষেত্রে – ১০০ টাকা

অনলাইনে আবেদন মুল্য পেমেন্ট করতে হবে ।

নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিশ সঠিক ভাবে পরে বুঝে তারপরই আবেদন করবেন ।



গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.