Jadavpur University Job Recruitment 2021 | যাদবপুর ইউনিভার্সিটিতে মাইক্রো এনালিস্ট পদে নিয়োগ করা হবে।
যাদবপুর ইউনিভার্সিটি তরফ থেকে মাইক্রো এনালিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গেছে। (যাদবপুর ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট 2021।মাইক্রো এনালিস্ট পদে নিয়োগ করা হবে।)
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে রসায়নের স্নাতকোত্তর হতে হবে এবং উক্ত বিষয়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে রসায়নের স্নাতক হতে হবে এবং উক্ত বিষয়ে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* আবেদনকারীর যদি পিএইচ করা থাকলে অগ্রাধিকার পাবেন।
মোট শূন্যপদ -
একটি
বয়স সীমা -
অফিশিয়াল নোটিশে কোনরকম বয়সের সীমা জানানো হয়নি। যদি পরে কোন বয়সের সীমা জানানো হয় তাহলে আমাদের ওয়েবসাইটে আপনারা আপডেট পেয়ে যাবেন।
বেতন -
57,700 টাকা থেকে 1,82,400 টাকা।
আবেদন মূল্য -
500 টাকা।
আবেদন প্রক্রিয়া-
Jaduvpur University Jobs এ গিয়ে আবেদন করতে হবে নিচের লিঙ্ক দেয়া আছে আপনারা নিচের লিঙ্কটিতে ক্লিক করতে পারেন।
ওখান থেকে আবেদন পদ্ধতি ডাউনলোড এবং প্রিন্ট আউট করতে হবে তারপর ওই আবেদনপত্রটি পূরণ করে যাবতীয় ডকুমেন্ট প্রমাণসহ এবং সেগুলোতে সেল্ফ অ্যাটেস্টেড করে উক্ত ঠিকানায় পোস্ট করতে হবে।
আবেদনপত্রটি পোস্ট করার ঠিকানা-
Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata –700032.
Download Official notice - Click Here
Apply Link- CLICK HERE
কোন মন্তব্য নেই: