West Bengal BDO Office Job Notice 2021 | পশ্চিমবঙ্গের মিড-ডে-মিল প্রকল্পের নতুন Group Cপদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের মিড ডে মিল প্রকল্পের নতুন গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে দুটি জেলার বিডিও অফিসে এই কর্মী নিয়োগ করা হবে এমনটাই বলা হয়েছে নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা- II ব্লক এবং নদীয়াজেলা করিমপুর -II ব্লকে । সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। 


পদের নাম - Data Entry Operator (DEO)
শিক্ষাগত যোগ্যতা - যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপরে কোর্স করা বাধ্যতামূলক ।
বয়স সীমা - ১৮ থেকে ৪০ । বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২১ তারিখের মধ্যে। 
মাসিক বেতন - ১৩০০০ টাকা

এখানে আবেদন কিভাবে করবেন ?
আবেদন এখানে অনলাইনের মাধ্যমে করতে হবে।  আবেদনপত্র সঠিকভাবে ফিলাপ করে সমস্ত নথিপত্র যোগ করে একটি অডিনারি পোষ্টের মাধ্যমে নিম্নলিখিত ব্লক অফিসের এড্রেসে পাঠিয়ে দিতে হবে । 

আবেদনপত্রের সঙ্গে কি কি নথি পত্র দিতে হবে নিম্নে দেওয়া হল -
  1. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো
  2. বয়সের প্রমাণপত্র ( মাধ্যমিক এডমিট কার্ড বা সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট)
  3. সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন এর রেজাল্ট সার্টিফিকেট 
  4. কম্পিউটারের সার্টিফিকেট
  5. ভোটার আইডি কার্ড

আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামের মধ্যে ভরে খামের উপর বড় অক্ষরে লিখতে হবে - 
"APPLICATION FOR THE POST OF DATA ENTRY OPERATOR, CMDMP"

  • মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা 2 নম্বর ব্লকের জন্য আবেদন করা লাস্ট ডেট ২০/০৮/২০২১, সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা ।

  • নদীয়াজেলা করিমপুর দুই নম্বর ডেভলপমেন্ট ব্লক এর জন্য আবেদন করার শেষ তারিখ ২০/০৮/২০২১, সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা ।

Important Links in Below :

মুর্শিদাবাদ জেলার অফিশিয়াল নোটিশ : Click Here
নদীয়া জেলার অফিশিয়াল নোটিশ : Click Here

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.