West Bengal BDO Office Job Notice 2021 | পশ্চিমবঙ্গের মিড-ডে-মিল প্রকল্পের নতুন Group Cপদে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গের মিড ডে মিল প্রকল্পের নতুন গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে দুটি জেলার বিডিও অফিসে এই কর্মী নিয়োগ করা হবে এমনটাই বলা হয়েছে নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা- II ব্লক এবং নদীয়াজেলা করিমপুর -II ব্লকে । সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন।
পদের নাম - Data Entry Operator (DEO)
শিক্ষাগত যোগ্যতা - যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপরে কোর্স করা বাধ্যতামূলক ।
বয়স সীমা - ১৮ থেকে ৪০ । বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২১ তারিখের মধ্যে।
মাসিক বেতন - ১৩০০০ টাকা
এখানে আবেদন কিভাবে করবেন ?
আবেদন এখানে অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে ফিলাপ করে সমস্ত নথিপত্র যোগ করে একটি অডিনারি পোষ্টের মাধ্যমে নিম্নলিখিত ব্লক অফিসের এড্রেসে পাঠিয়ে দিতে হবে ।
আবেদনপত্রের সঙ্গে কি কি নথি পত্র দিতে হবে নিম্নে দেওয়া হল -
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো
- বয়সের প্রমাণপত্র ( মাধ্যমিক এডমিট কার্ড বা সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট)
- সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন এর রেজাল্ট সার্টিফিকেট
- কম্পিউটারের সার্টিফিকেট
- ভোটার আইডি কার্ড
আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামের মধ্যে ভরে খামের উপর বড় অক্ষরে লিখতে হবে -
"APPLICATION FOR THE POST OF DATA ENTRY OPERATOR, CMDMP"
- মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা 2 নম্বর ব্লকের জন্য আবেদন করা লাস্ট ডেট ২০/০৮/২০২১, সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা ।
- নদীয়াজেলা করিমপুর দুই নম্বর ডেভলপমেন্ট ব্লক এর জন্য আবেদন করার শেষ তারিখ ২০/০৮/২০২১, সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা ।
Important Links in Below :
মুর্শিদাবাদ জেলার অফিশিয়াল নোটিশ : Click Here
নদীয়া জেলার অফিশিয়াল নোটিশ : Click Here
Mihirparamanik
উত্তরমুছুন