রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগে নতুন গ্রুপ সি পোস্টে নতুন কর্মী নিয়োগের জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক ভাবে কর্মী নিয়োগ করা হবে এখানে রাজ্যের যে কোন জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে নিয়োগ করা হবে কোন কোন পদে নিয়োগ হতে চলেছে কত শূন্য পদ আছে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হল।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - ১৮/০৮/২০২১
মেমো নম্বর : STM/DT/01/312/2021
প্রথম পদের নাম - মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
মোট শূন্যপদ : ২ টি
শিক্ষাগত যোগ্যতা - এই পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং উল্লেখ্য কাজের ওপর কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটারের উপর বেসিক জ্ঞান থাকা আবশ্যক ।
বয়সসীমা - আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে।
বেতন - প্রতি মাসে এই পদের জন্য আবেদন ধার্য করা হয়েছে ১৫০০০ টাকা ।
দ্বিতীয় পদের নাম - ল্যাব টেকনিশিয়ান
মোট শূন্যপদ : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MLT/DLT/DMLT নিয়ে স্নাতক পাস করতে হবে সাথে বেসিক কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে ।
বয়স - আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে ।
বেতন - এই পদের জন্য প্রতি মাসে বেতন ধার্য করা হয়েছে ১৮০০০ টাকা ।
তৃতীয় পদের নাম - রিসার্চ অ্যাসিসট্ন্ট
মোট শূন্যপদ - ০১ টি
শিক্ষাগত যোগ্যতা - মাইক্রোবায়োলজি/জুওলজি / লাইফ সায়েন্স নিয়ে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশন পাস করতে হবে সাথে রিসার্চে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স - এক্ষেত্রে প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
বেতন - এই পদের জন্য প্রতি মাসে ৩১০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে ।
চতুর্থ পদের নাম - প্রজেক্ট সাইন্টিস্ট
শূন্যপদ- ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা - মাইক্রোবায়োলজি/জুওলজি / লাইফ সায়েন্স নিয়ে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশন পাস করতে হবে সাথে রিসার্চে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
অথবা মাইক্রোবায়োলজি/জুওলজি / লাইফ সায়েন্স নিয়ে সেকেন্ড ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে PHD করা থাকতে হবে।
বয়স - আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে ।
বেতন - মাসে ৬০০০০ টাকা বেতন দেওয়া হবে ।
এখানে কিভাবে আবেদন করবেন ?
এখানে আবেদন পদ্ধতি রাখা হয়েছে অফলাইন । অর্থাৎ আবেদন করার জন্য নিচে দেওয়া নির্দিষ্ট লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে একটি এ ফোর সাইজ পৃষ্ঠায় প্রিন্ট আউট করে সঠিকভাবে আবেদনপত্রটি ফিলাপ করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় স্পিড পোস্ট বা কুরিয়ার অথবা সরাসরি গিয়ে ড্রপবক্সে জমা দিয়ে আসতে হবে ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : School of Tropical Medicine, Kolkata, 108,C.R. Avenue, Kolkata -700073.
কি কি ডকুমেন্টস লাগবে?
- বয়সের প্রমাণপত্র ( মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট)
- পাসপোর্ট সাইজ ফটো
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট ও সার্টিফিকেট
- যদি অভিজ্ঞতা থাকে সেই কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
এখানে আবেদনের পর নির্বাচিত আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়ার জন্য ইমেইলে অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করা হবে ।
আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট - ৩১/০৮/২০২১
Official Notice - Download
Visit Official website - Click Here
কোন মন্তব্য নেই: