পৌরসভার গ্রুপ-ডি কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতার এখানে আবেদন করা যাবে।
রাজ্যে পৌরসভায় বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি স্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে শুধুমাত্র মাধ্যমিকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতার চিড়িয়াখানা আবেদন করতে পারবেন এবং এই প্রার্থী নিয়োগ করা হবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। তবে এই রাজ্যে যে কোন জেলার বাসিন্দা হলেই এখানে আবেদনযোগ্য অর্থাৎ পুরুষ মহিলা উভয়ই এখানে আবেদন করতে পারবেন। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে । কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কিভাবে আপনার আবেদন করবেন সমস্ত কিছু বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হলো
প্রথম পদের নাম - কুক ( অথিতি নিবাস এর জন্য)
শূন্য পদ - ১ টি
শিক্ষাগত যোগ্যতা - অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে সাথে উল্লেখ্য বিষয়ে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার ।
বয়স - আবেদনকারীর বয়স কুড়ি বছরের মধ্যে হতে হবে এবং ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে ।
বেতন - প্রতি মাসে বেতন দেওয়া হবে ১১,০০০ টাকা ।
দ্বিতীয় পদের নাম - ম্যানাজার ( অথিতি নিবাস এর জন্য)
শূন্য পদ - ১ টি
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট /MBA করা থাকতে হবে। সাথে উল্লেখ্য বিষয়ে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার ।
বয়স - আবেদনকারীর বয়স ২৩ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে এবং ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে ।
বেতন - প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০,০০০ টাকা ।
তৃতীয় পদের নাম - SAE ( মেকানিকাল)
শূন্য পদ - ১ টি
শিক্ষাগত যোগ্যতা - মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করা থাকতে হবে ।
বয়স - আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে ।
বেতন - প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৬,৫০০ টাকা ।
চতুর্থ পদের নাম - Surveyor
শূন্য পদ - ২ টি
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাস করা থাকতে হবে সাথে উল্লেখ্য বিষয়ে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার ।
বয়স - আবেদনকারীর বয়স ২১ বছরের মধ্যে হতে হবে এবং ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে ।
বেতন - প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫,০০০ টাকা ।
পঞ্চম পদের নাম - OSD ( Legal)
শূন্য পদ - ১ টি
শিক্ষাগত যোগ্যতা - যে কোন প্রতিষ্ঠান থেকে LLB পোস্ট পাস করতে হবে সঙ্গে Legal Matter নিয়ে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স - আবেদনকারীর বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে এবং ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে ।
বেতন - প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৬,৫০০ টাকা ।
ষষ্ঠ পদের নাম - IT Personal
শূন্য পদ - ১ টি
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BCA/BSC/ IT ডিগ্রি কোর্স পাস করা থাকতে হবে ।
বয়স - আবেদনকারীর বয়স ২১ বছরের মধ্যে হতে হবে এবং ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে ।
বেতন - প্রতি মাসে বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা ।
সপ্তম পদের নাম - SAE ( ইলেকট্রিকাল)
শূন্য পদ - ৩ টি
শিক্ষাগত যোগ্যতা - ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করা থাকতে হবে ।
বয়স - আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে ।
বেতন - প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৬,৫০০ টাকা ।
এখানে আবেদন কিভাবে করবেন ?
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে একটি সাদা পৃষ্ঠায় বায়ো ডাটা প্রিন্ট আউট করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ঠিকানা নিচে দেওয়া হল ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা 👉
To,
The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist - Da{eeling, Pin - 734001
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ৬ সেপ্টেম্বর 2021 বিকেল 4:30 ।
বায়োডাটার সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে ?
১) এডুকেশনাল কোয়ালিফিকেশন এর রেজাল্ট সার্টিফিকেট
২) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট
৩) কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)
৪) এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
৫) ভোটার কার্ড ও আধার কার্ড
৬) রঙিন পাসপোর্ট সাইজ ছবি ।
প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে হবে ?
এক্ষেত্রে নিয়োগ করা হবে ইন্টারভিউ নিয়ে । আবেদন প্রক্রিয়া শেষ হলে ইন্টারভিউ এর তারিখ প্রকাশ করা হবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে এবং সেই তারিখ প্রকাশ হলে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অফিসের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।
ইন্টারভিউ কোথায় হবে ?
The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin
Road, P.O.:- Siliguri, Dist - Da{eeling, Pin - 734001
Official Notice - Download
Official Website - Click Here
কোন মন্তব্য নেই: