মেধাবী স্কলারশিপ ২০২১ - Medhavi Scholarship 2021 নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিচে করা হল -
সমধান-III (২০২১)
ডিজিটাল-ইন্ডিয়ার লক্ষ্য নিয়ে এক ধাপ এগিয়ে, এই সংস্থাটি নতুন যুগের অনলাইন পরীক্ষার ধারণা নিয়ে এসেছে। এই অনলাইন পরীক্ষা ব্যবস্থা প্রার্থীদের অনেক উপায়ে উপকৃত করতে চলেছে। এটি যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ইন্টারনেট সংযোগ থাকা যেকোনো স্থানে অ্যাক্সেস করা যাবে ।
Medhavi National Scholarship 2021 Samadhan-III Scholarship পরীক্ষা-২০২১’ এর জন্য আবেদন আহ্বান করে। এই পরীক্ষার অধীনে, শুধুমাত্র মেধা ভিত্তিতে স্কলারশিপ প্রদান করা হবে, নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের।
গুরুত্বপূর্ণ কিছু তারিখ -
EVENT |
DATE |
REGISTRATION START: |
07.08.2021 (12:00 Hrs) |
REGISTRATION ENDS: |
19.09.2021 (23:59 Hrs) |
EXAM DATE: |
03.10.2021 |
Answer Keys &
Objections (if any): |
04.10.2021 |
RESULT DATE: |
06.10.2021 |
SCHOLARSHIP
DISTRIBUTION : 11.10.2021 |
স্কলারশিপের ধরন ও কত টাকা পাওয়া যাবে :
Types of
Scholarship |
Scholarship
Amount |
Type A scholarships (60% & above marks) |
Rs.1000 |
Type B scholarships (above 50% & below 60% marks) |
Rs.500 |
Type C scholarships (above 40% & below 50% marks) |
Rs.300 |
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা -
এখানে রেজিস্ট্রেশানের জন্য কোন রকম আবেদন মুল্য লাগবে না ।(GEN/OBC/SC/ST)
এখানে কারা আবেদন করতে পারবেন -
- মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রী
- উচ্চমাধ্যমিক পাশ ছাত্র ছাত্রী
- গ্রাজুয়েশান পাশ ছাত্রছাত্রী
- পোস্ট গ্রাজুয়েশান পাশ ছাত্রছাত্রী
- এছাড়াও যেকোনো ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স করছে এমন ছাত্র ছাত্রী
নুন্যতম মাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রিরা এখানে আবেদন করতে পারেব, এছাড়া তার অপরে যেকোনো উচ্চতর পড়াশোনার ছাত্র ছাত্রিরা এখানে আবেদন যোগ্য।
বয়স কত হতে হবে ?
আবেদন কারির বয়স ১৬ থেকে ৪০ হতে হবে ।
কিভাবে এখানে আবেদন করবেন ?
MEDHAVI ANDROID APPLICATION টি ডাউনলোড করে অনালাইনের মাধ্যমে স্মার্ট ফোন থেকে আবেদন করা যাবে ।
উপরে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন । ও অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন ।
কোন মন্তব্য নেই: