পশ্চিমবঙ্গ সহ বাকি সমস্ত রাজ্য জুরে স্টেট ব্যাঙ্কে ৬ হাজার শুন্যপদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে । এখানে ভারতীয় নাগরিক হলে আবেদন করা যাবে , পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই আবেদন করা যাবে । ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন , কি কি শর্তাবলী আছে সমস্ত কিছুই নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল -
State Bank of India Apprentice Recruitment 2021
পদের নাম - আপ্রেন্টিস
মোট দেশ জুরে শুন্যপদ - ৬১০০
পশ্চিমবঙ্গে শুন্যপদ - ৭১৫ টি
বিভিন্ন রাজ্য অনুযায়ী শুন্যপদ এর তালিকা -
রাজ্যের নাম |
শুন্যপদ |
পশ্চিমবঙ্গ |
৭১৫ টি |
গুজরাট |
৮০০ টি |
অন্ধপ্রদেশ |
১০০ টি |
কর্ণাটক |
২০০ টি |
মধ্যপ্রদেশ |
৭৫ টি |
সিকিম |
২৫ টি |
ছত্রিশগর |
৭৫ টি |
আন্দামান নিকবার
দিপ্পুঞ্জ |
১০ টি |
ওড়িশা |
৪০০ টি |
হিমাচল প্রদেশ |
২০০ টি |
হরিয়ানা |
১৫০ টি |
জম্মু ও কাশ্মির |
১০০ টি |
চন্দিগর |
২৫ টি |
লাদাখ |
১০ টি |
পাঞ্জাব |
৩৬৫ টি |
তামিলনারু |
৯০ টি |
গোয়া |
৫০ টি |
পন্দিচেরি |
১০ টি |
তেলেঙ্গানা |
১২৫ টি |
উত্তরাখণ্ড |
১২৫ টি |
উত্তরপ্রদেশ |
৮৭৫ টি |
রাজস্থান |
৬৫০ টি |
কেরালা |
৭৫ টি |
মহারাষ্ট্র |
৩৭৫ টি |
অরুনাচল প্রদেশ |
২০ টি |
আসাম |
২৫০ টি |
মেঘালয়া |
৫০ টি |
মনিপুর |
২০ টি |
মিজরাম |
২০টি |
নাগালান্ড |
২০ টি |
বিহার |
৫০টি |
ত্রিপুরা |
২০ টি |
ঝারখন্ড |
২৫ টি |
পশ্চিমবঙ্গে মোট শুন্যপদ ৭১৫ টি আছে । পশ্চিমবঙ্গের এই আবেদন প্রক্রিয়া নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল -
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশান পাশ করতে হবে যেকোনো বিষয়ে । শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ করতে হবে ৩১/১০/২০২১ তারিখের মধ্যে ।
প্রার্থীর বয়স - আবেদনকারির বয়স ২০ থেকে ২৮ এর মধ্যে হতে হবে । ৩১.১০.২০২১ তারিখের মধ্যে বয়স হিসাব করতে হবে । তবে রাজ্যের SC/ST/OBC ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রা বয়স ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুসারে ।
ট্রেনিং এর সময় - ১ বছর
স্টাইপেন - প্রশিক্ষণ চলাকালিন প্রতি মাসে ১৫০০০ টাকা স্টাইপেন দেওয়া হবে ।
এখানে কিভাবে আবেদন করবেন ?
এখানে আবেদন অনলাইনে করতে হবে । এখানে আবেদন এর জন্য স্টেট বাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in গিয়ে আবেদন করতে হবে ।
আবেদন মুল্য - এই ক্ষেত্রে আবেদনের জন্য ৩০০ টাকা দিতে হবে জেনারেল দের জন্য । SC/ST/PWD প্রার্থী দের কোন আবেদন মুল্য দিতে হবে না । জেনারেল প্রার্থী দের আবেদন মুল্য অনলাইনে পে করতে হবে ।
লিখিত পরীক্ষার সিলেবাস -
1. General/Financial Awareness
2. General English
3. Quantitative Aptitude
4. Reasoning Ability & Computer Aptitude
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া - অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টার্ভিউ এর মাধ্যমে প্রার্থি কে নির্বাচন করা হবে । লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় আগস্ট মাস ২০২১ সাল । ইন্টারভিউ নেওয়া হবে লোকাল লাঙ্গুয়েজ এ ।
পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র - পশ্চিমবঙ্গে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, হুগলী ও কল্যাণীতে এক্সাম সেন্টার আছে ।
উপরে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারবেন ।
আবেদনের শেষ তারিখ - ২৬ শে জুলাই ২০২১
কোন মন্তব্য নেই: