Join Territorial Army Job Recruitment 2021 | ভারতীয় টেরিটোরিয়াল আর্মি তে নতুন করে সেনা নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতীয় টেরিটোরিয়াল আর্মি তে নতুন করে সেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে । JOIN TERRITORIAL ARMY AS AN OFFICER. এখানে আপনাদের বয়স কি লাগবে এবং আপনারা আবেদন কিভাবে করবেন শেখা হতো যোগ্যতা সহ যাবতীয় তথ্য নিচে বিস্তারিত step-by-step আলোচনা করা হলো -

এটি প্রকাশ পেয়েছে প্রিলিমিনারি ইন্টারভিউ বোর্ড (PIB) ফর টেরিটোরিয়াল আর্মি কমিশনের পক্ষ থেকে । 

পদের নাম - অফিসার 
আবেদন শুরু - ২০/০৭/২০২১
আবেদন চলবে - ১৯/০৮/২০২১


এখানে আবেদনের জন্য কিছু শর্তাবলী আছে যা নিচে আলোচনা করা হলো -
  1. প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে এবং এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে পুরুষ মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন ।
  2. দ্বিতীয়ত এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 42 বছর অব্দি যে কেউ এখানে আবেদন করতে পারবেন ।
  3. তৃতীয়ত বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পাস করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন সম্পন্ন করা থাকতে হবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ।
  4. চতুর্থত বলা হয়েছে শারীরিক সক্ষমতা ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে এবং মেডিকেল ফিট হতে হবে সমস্ত দিক থেকে ।

আবেদন প্রক্রিয়া - এখানে অনলাইনে আবেদন করতে হবে http://www.jointerritorialarmy.gov.in/ এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। 

লিখিত পরীক্ষার তারিখ - ২৬/০৯/২০২১

লিখিত পরীক্ষার সিলেবাস - 
এখানে দুটি পেপারে পরীক্ষা নেয়া হবে । 
পেপার 1 - রিজনিং ( পার্ট ১) ও এলিমেন্টারি ম্যাথমেটিক্স ( পার্ট ২) - মোট ৫০ 50 টি প্রশ্ন 50 নম্বরের প্রতি পার্টের ক্ষেত্রে ।
পেপার 2 - জেনারেল নলেজ ( পার্ট ১) ও ইংরেজি (পার্ট ২) -মোট ৫০ 50 টি প্রশ্ন 50 নম্বরের প্রতি পার্টের ক্ষেত্রে ।
প্রতিটি পেপারে দু'ঘণ্টা করে সময়সীমা থাকবে পরীক্ষার জন্য ।
এছাড়া বলা হয়েছে অবজেক্টিভ প্রশ্নপত্র হবে এবং OMR সিট এর মাধ্যমে পরীক্ষা নেয়া হবে অফলাইনে। 
এবং প্রতি পাটের ক্ষেত্রে 40 শতাংশ নম্বর থাকতে হবে এবং গড়ে 50 শতাংশ নম্বর থাকলে তবেই সেই প্রার্থী পরবর্তী ক্ষেত্রে কোয়ালিফাই করবে ।

প্রার্থী বাছাই প্রক্রিয়া - আবেদনকারী রিটেন এক্সাম পাস করার পর তাদেরকে প্রিলিমিনারি ইন্টারভিউ বোর্ডে তরফ থেকে বাছাই করা হবে এবং তারপর সার্ভিস সিলেকশন বোর্ড (SSB) তরফ থেকে ইন্টারভিউ নেয়া হবে এবং মেডিকেল বোর্ডের তরফ থেকে ফাইনাল সিলেকশন করা হবে ।

এক্সাম সেন্টার - ভারতের সমস্ত রাজ্যের প্রায় পরীক্ষা কেন্দ্র আছে তবে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা ও দার্জিলিং এ পরীক্ষা কেন্দ্র আছে। 

আবেদন মূল্য - 200 টাকা আবেদন মূল্য দিতে হবে এবং আবেদন মূল্য অনলাইনে জমা করাতে হবে ।

বেতন - এখানে রাঙ্ক অনুযায়ী প্রতিক্ষেত্রে আলাদা আলাদা বেতন বলা হয়েছে -

RANK

LEVEL

PAY MATRIX

Military Service Pay

LIEUTENANT

Level 10

56,100 - 1,77,500

15500/-

CAPTAIN

Level 10A

6,13,00 - 1,93,900

15500/-

MAJOR

Level 11

6,94,00 - 2,07,200

15500/-

LT COLONEL

Level 12A

1,21,200 - 2,12400

15500/-

COLONEL

Level 13

1,30,600 - 2,15,900

15500/-

BRIGADIER

Level 13A

1,39,600 - 2,17,600

15500/-



উপরে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারেবন ।

অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন - Click Here

1 টি মন্তব্য:

  1. आपके द्वारा दी गई जानकारी बहुत ही महत्वपूर्ण है। जानकारी साझा करने की लिए आपका बहुत बहुत धन्यवाद । Ujjwala Yojana 2.0 की सभी जानकारी यहां देखें

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.