ইনকাম ট্যাক্স দপ্তরে নতুন চাকরির সুযোগ এবং মাধ্যমিক পাশ করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে স্পোর্টস কোটা থেকে । কোন পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে এবং কত শূন্যপদ, বয়স কত চাওয়া হচ্ছ্ বেতন কত দেওয়া হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিচে করা হলো -
পদের নাম ও যাবতীয় তথ্য নিচে দেওয়া হল ঃ-
প্রথম পদের নাম- ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স
মোট শূন্যপদ - ৮ টি
শিক্ষাগত যোগ্যতা - যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে ।
বেতন - প্রতিমাসে পে লেভেল 7 অনুযায়ী শুরুতে 44,900/- থেকে 1,42,400 টাকা বেতন দেওয়া হবে।
দ্বিতীয় পদের নাম - ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ - ৮৩ টি
শিক্ষাগত যোগ্যতা - যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে সাথে ডাটা এন্ট্রির জন্য প্রতি ঘণ্টায় চার হাজার টি শব্দ লেখার গতি থাকতে হবে।
বেতন - প্রতিমাসে পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে । ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা
তৃতীয় পদের নাম- মাল্টিটাস্কিং স্টাফ
মোট শূন্যপদ - ৬৪ টি
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীকে মাধ্যমিক পাস করা থাকতে হবে ।
বেতন - প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী ১৮০০০ থেকে ৫৯,৯০০ টাকা ।
বয়স সীমা -
- ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের ক্ষেত্রে বয়স হতে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।
- টেক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর ।
- মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর ।
এছাড়া বয়সের উর্ধ্বসীমা সরকারের নিয়ম অনুসারে এসটি এসসি প্রার্থীরা ওবিসি প্রার্থীরা ছাড় পেয়ে যাবেন । বয়স হিসাব করতে হবে ০১/০৮/২০২১ তারিখ অনুযায়ী ।
কোন কোন খেলা থেকে আবেদন করা যাবে ?
এটি স্পোর্স কোটা থেকে নিয়োগ করা হচ্ছে তাই নিম্নলিখিত খেলে গুলিতে যে সমস্ত প্রার্থীরা রাজ্যস্তরে জাতীয় স্তরে বা ইন্টারন্যাশনাল স্তরে অংশগ্রহণ করেছে তারাই আবেদন করতে পারবে । যেমন অ্যাথলিট'স, সুইমিং, স্কোয়াশ, বিলিয়ার্ড ,কেরাম, ব্রিজ, ব্যাডমিন্টন, লন টেনিস, টেবিল টেনিস , শুটিং , ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, জিবনাসটিক, বডিবিল্ডিং, ভলিবল, বাস্কেটবল ,ফুটবল, কবাডি, ক্রিকেট ইত্যাদি। ইত্যাদি খেলাগুলি তে অংশগ্রহণ করে থাকতে হবে অথবা কোন ন্যাশনাল স্টরে এ ওয়াড পেয়ে থাকতে হবে। বডিবিল্ডিং ভলিবল বাস্কেটবল ফুটবল কবাডি ও ক্রিকেটের ক্ষেত্রে শুধুমাত্র ছেলে প্রার্থীর আবেদন করতে পারবে বাকি ক্ষেত্রে পুরুষ ও মহিলা প্রার্থী সবাই আবেদনযোগ্য।
কিভাবে আবেদন করবেন ?
আবেদন করতে হবে অনলাইনে । https://www.incometaxmumbai.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্রটি অনলাইনে ফিলাপ করতে হবে ।
আবেদনের শেষ তারিখ - আগামী 25 শে আগস্ট 2021 তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম ফিলাপ করতে হবে।
আরো বিশদ জানতে উপরে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ টি ডাউনলোড করে নিতে পারেন ।
সমস্ত রকম চাকরির খবর শিক্ষামূলক আপডেট আপনারা আমাদের ওয়েবসাইট www.BongEdutech.com এ পেয়ে যাবেন তাই নিয়মিত এখানে ভিজিট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
Earned Income Tax Credit or EITC also called as EIC is an important benefit for working people who have low to moderate income. The EIC is a refundable credit, enacted as a work incentive in the Tax Reduction Act of 1975. It provides a financial boost to working individuals and families. term life insurance
উত্তরমুছুনEvery country needs money in order to grow up and to help its people to live a better life. In order to develop the nation, government arranges finances from numerous sources. check out this link
উত্তরমুছুনThis is helpful, nonetheless it can be crucial so that you can check out the following website: this page
উত্তরমুছুন