Uttar Banga Krishi Vishwavidyalaya Job Recruitment 2021 | উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরি

UBKV Job Recruitment 2021 :রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে । শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে । ভারতীয় নাগরিক হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা ও যে কোন জেলার বাসিন্দা হলে খুব সহজে তোমরা এখানে আবেদন করতে পারবে।  তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে , কিভাবে আবেদন করতে পারবে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বেতন সীমা কেমন বলা হয়েছে বয়সসীমা কেমন বলা হয়েছে এক কথায় সমস্ত বিষয়বস্তু সম্পূর্ণভাবে নিচে আলোচনা করা হলো ।


বিজ্ঞপ্তি নম্বর - UBKV/DR-232
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - 01/06/2021

এই নিয়োগ টি করা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ টি নিচে ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করা হলো ।

প্রথম পদের নাম - জুনিয়র রিসার্চ ফেলো 
শিক্ষা গত যোগ্যতা - হর্টিকালচার বা এগ্রিকালচার নিয়ে MSC পাস করা থাকতে হবে । (ফ্লোরিকালচার/বায়ো কেমিস্ট্রি)
এছাড়া আবেদনকারীর ফুলের সুরক্ষিত চাষের অভিজ্ঞতা জৈব-অণুগুলির ফসল / নিষ্কাশন কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ।
বেতন - মাসে ৩১০০০ টাকা সাথে ৮% HRA দেওয়া হবে ।

দ্বিতীয় পদের নাম - জুনিয়র রিসার্চ ফেলো (2)
শিক্ষাগত যোগ্যতা - হর্টিকালচার বা পোষ্ট হারভেস্ট টেকনোলজির ওপর MSC পাশ থাকতে হবে বা ফুড টেকনোলজি/ ফুড অ্যান্ড নিউট্রেশান এর ওপর MSC করা থাকতে হবে ।

তবে প্রার্থী যদি মাইক্রোবায়োল টেকনিকের ওপর কাজের অভিজ্ঞতা থেকে তবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন - মাসে ৩১০০০ টাকা সাথে ৮% HRA দেওয়া হবে ।

তৃতীয় পদের নাম - জুনিয়ার রিসার্চ ফেলো (3)
শিক্ষাগত যোগ্যতা - সয়েল সাইন্স বা সয়েল এন্ড ওয়াটার কনজারভেশন বা ভূগোল নিয়ে এম এস সি পাস করা থাকতে হবে। 
তবে আবেদনকারীর যদি স্যাটেলাইট রিমোট সেনসিং জিআইএস বা সয়েল এবং ওয়াটার এনালাইসিস এর ওপর কাজের অভিজ্ঞতা থাকে তবে তাকে অগ্রাধিকার দেয়া হবে ।
বেতন - মাসে ৩১০০০ টাকা সাথে ৮% HRA দেওয়া হবে ।

চতুর্থ পদের নাম - জুনিয়ার রিসার্চ ফেলো (4)
শিক্ষাগত যোগ্যতা - এগ্রিকালচার বা হটিকালচার বোটানির ওপর এমএসসি করা থাকতে হবে সাথে বায়োকেমিক্যাল এন্ড টিস্যু কালচার ল্যাবরেটরি প্রটোকল এর ওপর হাতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 
তবে আগে যদি আইসোলেশন ও ন্যাচারাল কম্পাউন্ড এর ওপর প্রার্থীর কাজের অভিজ্ঞতা থাকে তবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে ।
বেতন - মাসে ৩১০০০ টাকা সাথে ৮% HRA দেওয়া হবে ।

পঞ্চম পদের নাম - জুনিয়র রিসার্চ ফেলো (5)
শিক্ষাগত যোগ্যতা - এগ্রিকালচার বা হর্টিকালচার কিংবা জীবন বিজ্ঞানের যে কোন শাখায় এম এস সি পাশ করা থাকতে হবে ।
সাথে বায়োটেকনোলজির ল্যাবরেটরি প্রটোকল এর উপর কাজের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেয়া হবে ।
বেতন - মাসে ৩১০০০ টাকা সাথে ৮% HRA দেওয়া হবে ।

ষষ্ঠ পদের নাম - জুনিয়ার রিসার্চ ফেলো (6)
শিক্ষাগত যোগ্যতা - এগ্রিকালচার পাহাড়টি কালচারের ওপর এমএসসি থাকতে হবে। 
সাথে আবেদনকারীর যদি টিস্যু কালচার বা মাইক্রোপ্রোপাগেশন এর ওপর কাজের অভিজ্ঞতা থাকে তবে তাকে অগ্রাধিকার দেয়া হবে ।
বেতন - মাসে ৩১০০০ টাকা সাথে ৮% HRA দেওয়া হবে ।

সপ্তম পদের নাম - ফিল্ড এসিস্ট্যান্ট (1)
শিক্ষাগত যোগ্যতা - চার বছরের বিটেক ডিগ্রী কোর্স করা থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর উপর ।
বেতনসীমা - প্রতি মাসে 22000 টাকা বেতন দেয়া হবে ।

অষ্টম পদের নাম - ফিল্ড এসিস্ট্যান্ট (2)
শিক্ষাগত যোগ্যতা - চার বছরের বিটেক ডিগ্রি কোর্স করা থাকতে হবে হর্টিকালচার এর ওপর
বেতনসীমা - এই পদের জন্য প্রতি মাসে 22000 টাকা বেতন দেওয়া হবে ।

নবম পদের নাম - ফিল্ড এ্যাসিসটেন্ট (3)
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রেও চার বছরের বিটেক ডিগ্রী চাওয়া হচ্ছে এগ্রিকালচার এর উপর ।
বেতন - এখানেও মাসিক বেতন 22 হাজার টাকা রাখা হয়েছে ।

বয়স সীমা - উপরে দেওয়া প্রতিটি পোস্টের জন্য প্রার্থীর বয়স 40 বছরের নিচে হতে হবে। এই বয়স হিসাব করতে হবে 01/01/2021 এর মধ্যে । তবে সরকারি নিয়ম অনুসারে রাজ্যের sc.st.obc প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন । 

প্রার্থী বাছাই প্রক্রিয়া - আবেদনকারীকে walk-in-interview এর মাধ্যমে ও কোয়ালিফিকেশন এর উপর ভিত্তি করে বাছাই করা হবে ।

আবেদন প্রক্রিয়া - প্রার্থীকে নিচে দেওয়া স্থানে ইন্টারভিউয়ের দিন একটি সাদা কাগজে একটি অ্যাপ্লিকেশন লিখে সাথে পাসপোর্ট সাইজ ছবি ও একটি সিভি বা বায়োডাটা ও সমস্ত ডকুমেন্টস জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করে উল্লেখ্য স্থানে সঠিক সময় উপস্থিত থাকতে হবে ।

কিন্তু এই অফিশিয়াল নোটিসের সাথেসাথে একটি করিজেন্ডাম নোটিশ জারি করে বলা হয়েছে পার্থীর একটি বায়ো ডাটা ও সমস্ত নথিপত্র ও অ্যাপ্লিকেশন নিচে দেওয়া ইমেইল আইডিতে অনলাইনের মাধ্যমে ইমেইল করে আবেদন করতে হবে । 
ইমেল আইডি - ubkvprojectcell@gmail.com

এবং এই ইমেইল করতে হবে 14/06/2021 বিকাল 5 টার আগে ।

ইন্টারভিউ এর তারিখ - জুনিয়ার রিসার্চ ফেলো পোষ্র জন্য 17/06/2021 ইন্টারভিউ নেওয়া হবে, ও ফিল্ড এ্যাসিসটেন্ট পোষ্টের জন্য 18/06/2021 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে ।

ইন্টারভিউয়ের স্থান ও সময় - উপরে দেওয়া তারিখে বেলা 12 টার সময় ইন্টারভিউ নেয়া হবে । স্থান : RKVY building, Uttar Banga Krishi Viswavidyalaya, Pundibari, Cooch Behar.

অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন - Click Here
অফিশিয়াল করিজেন্ডাম নোটিশ ডাউনলোড করুন - Click Here
অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.