Top 4 Scholarship in West Bengal 2021-2022:আপনি যদি মাধ্যমিক উচ্চমাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন পাস করে থাকেন বা আপনি যদি পড়াশোনা করছিলেন এবং নতুন ক্লাসে উঠেছেন তাহলে আপনার মনে হবে যদি স্কলারশিপ পাওয়া যেত তাহলে পড়াশোনা টা আরো সুন্দর ভাবে চালিয়ে নেওয়া যেত। তো কাজেই আজকে এইখানে তোমরা জানতে পেরে যাবে পশ্চিমবঙ্গ রাজ্যে যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পরে কোন কোন সরকারি স্কলারশিপ খুব সহজে পাওয়া যায়। নিজের সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো ।
এককথায় দেখা গেলে স্কলারশিপ তো অনেক কিছুই আছে সরকারি ও বেসরকারি কিন্তু তার মধ্যে যে স্কলারশিপ গুলো 99.99 শতাংশ পাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হলো ।
প্রথম - স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ (SVMCM)
কারা কারা পেতে পারে এই স্কলার্শিপ ?
- এই স্কলারশিপটি যারা মাধ্যমিক দিয়েছো কিংবা যারা উচ্চমাধ্যমিক দিয়েছে কিংবা যারা গ্রাজুয়েশন পাস করেছ সবাই পেতে পারে আলাদা আলাদা নম্বরের ভিত্তিতে ।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ক্ষেত্রে 75 শতাংশ নম্বরে পাশ করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করা যাবে ।
- যারা গ্রাজুয়েশন পাস করে পোস্ট গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা করছো অর্থাত মাস্টার ডিগ্রী করছে তাদের ক্ষেত্রে 53% নিয়ে পাশ করলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ।
- এই স্কলারশিপের ক্ষেত্রে জেনারেল SC ST OBC সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরা খুব সহজে আবেদন করতে পারে ।
এই স্কলারশিপের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হয় ।
অফিশিয়াল ওয়েবসাইট - Click Here
দ্বিতীয় - নবান্ন বা উত্তরকন্যা স্কলার্শিপ
এখানে কারা কারা আবেদন করতে পারে ?
এই স্কলারশিপটি মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস করা ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকার থেকে দেওয়া হয় । এই স্কলারশিপের আরো একটি নাম আছে সেটিকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলার্শিপ।
- যেসমস্ত ছাত্রছাত্রীরা 65 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস করেছে তারা এইখানে আবেদন করতে পারবে ।
- যেসমস্ত ছাত্রছাত্রীরা 60 শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে ।
- এবং যেসমস্ত ছাত্রছাত্রীরা 55 শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে ।
এই স্কলারশিপও সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারে অর্থাৎ জেনারেল SC/ST/OBC সমস্ত ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন করতে পারে ।
এই আবেদন অনলাইনের মাধ্যমে করতে হয় ।
আবেদন পত্র ডাউনলোড করুন - Click Here
তৃতীয় - ওয়েসিস স্কলারশিপ ( Oasis Scholarship)
এই স্কলারশিপের কারা কারা আবেদন যোগ্য ?
- ওয়েসিস স্কলারশিপ সাধারণত ক্লাস ওয়ান থেকে সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে।
- এই স্কলারশিপটি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক হয়ে থাকে অর্থাৎ মাধ্যমিক এর আগে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অব্দি ছাত্রছাত্রীরা Pre-Matric স্কলার্শিপ আবেদন করে এবং ক্লাস টেন থেকে আপার লেভেল ছাত্রছাত্রীরা পোস্ট ম্যাট্রিক এ আবেদন করে ।
- যে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা তার মাধ্যমিক উচ্চমাধ্যমিক এক কথায় বলতে গেলে পি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক সমস্ত ছাত্র-ছাত্রীরা ক্লাসে উত্তীর্ণ হলেই এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য ।
তবে এই স্কলার্শিপ শুধুমাত্র রাজ্যের SC/ST/OBC ছাত্র-ছাত্রীরাই পেয়ে থাকে ।
এই আবেদন অনলাইনের মাধ্যমে করতে হয় ।
অফিশিয়াল ওয়েবসাইট - Click Here
চতুর্থ - ঐক্যশ্রী স্কলার্শিপ
এই স্কলারশিপের কারা কারা আবেদন যোগ্য ?
- ঐক্যশ্রী স্কলার্শিপ সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারে।
- তবে ঐকশ্রী স্কলার্শিপ জেনারেল ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না ঐক্যশ্রী স্কলার্শিপ শুধুমাত্র মাইনোরিটি অর্থাৎ রাজ্যে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরাই আবদন করতে পারবে ।
এই স্কলারশিপের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হয় ।
অফিশিয়াল ওয়েবসাইট - Click Here
উপরের এই 4 টি স্কলারশিপ ছাড়াও পশ্চিমবঙ্গে আরো অন্যান্য স্কলারশিপ আছে যেখানে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে সেটি সরকারি ও বেসরকারি উভয়। কিন্তু উপরে দেওয়া এই স্কলারপ গুলিতে স্কলারশিপ অ্যামাউন্ট পাওয়ার চান্স অনেকখানি বেশি থাকে।
কোন মন্তব্য নেই: