NCL Coal India Ltd Job Recruitment | মাধ্যমিক পাশে কোলফিল্ডে অ্যাপ্রেন্টিস কর্মী নিয়োগ
NCL Coal India Ltd Job Recruitment: কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনে একটি সংস্থা Northern coalfields limited এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এখানে অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে । যেহেতু এটি একটি অ্যাপ্রেন্টিস চাকরি যেহেতু এখানে প্রশিক্ষণ দিয়ে তার পরেই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা অর্থাৎ বলাবাহুল্য ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদন করা যাবে। যখন প্রশিক্ষণ হবে প্রতি মাসে স্টাইপেন দেওয়া হবে । সুতরাং এখানে কীভাবে আপনার আবেদন করবেন এবং এই চাকরি সংক্রান্ত যাবতীয় বিষয়বস্তুর নিচে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হলো ।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - 4 জুন 2021
বিজ্ঞপ্তি নম্বর - NCL/HRD/APPRENTICESHIP/21/1212
মোট শূন্যপদ আছে - 1500 টি
প্রতিটি শূন্য পদের নাম ও যোগ্যতা অনুযায়ী নিচে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হলো -
প্রথম পদের নাম - ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক)
শূন্য পদ - 100 টি । (জেনারেল ৫১টি ওবিসি 15 টি এস সি 14 টি এস টি ২০টি)
শিক্ষাগত যোগ্যতা- এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে সাথে উল্লেখ বিষয়ের ওপর NCVT/SCVT সিটি থেকে আইটিআই নিয়ে পড়াশোনা করে থাকতে হবে।
দ্বিতীয় পদের নাম - ফিটার
শূন্য পদ - 800 টি ( জেনারেলদের জন্য 406 টি ওবিসি ১২০টি, Sc- 114টি ও এস টি 160 টি )
শিক্ষাগত যোগ্যতা - এখানে আবেদন করতে হলে প্রার্থীকে মাধ্যমিক পাস করা থাকতে হবে সাথে সংশ্লিষ্ট বিষয় NCVT/SCVT সিভি থেকে আই টি আই পাস করতে হবে
তৃতীয় পদের নাম - ইলেকট্রিশিয়ান
শূন্য পদ- 500 টি ( জেনারেলদের জন্য 254 টি ওবিসি 75 টি এস সি 71টি ও ST 100 টি)
শিক্ষাগত যোগ্যতা- এখানেও মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাথে উল্লেখ বিষয়ে আইটিআই পাস করতে হবে ।
চতুর্থ পদের নাম - মোটর মেকানিক
শূন্য পদ - 100 টি
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাস করতে হবে সাথে উল্লেখ বিষয়ে আইটিআই পাস করা থাকতে হবে।
এখানে আবেদনের জন্য বয়স কত বলা হয়েছে ?
এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 16 থেকে 24 বছরের মধ্যে। এই বয়স হিসাব করতে হবে ৩০ শে জুন 2021 তারিখ এর মধ্যে । তবে সরকারি নিয়ম অনুযায়ী রাজ্যের SC.ST.OBC প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা এ ছাড় পেয়ে যাবেন ।
এখানে কিভাবে আবেদন করতে হবে ?
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে WWW. APPRENTICESHIPINDIA.ORG এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে এ্যাপ্রেন্টিস এর জন্য প্রার্থীকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । তারপর অনলাইনে আবেদন করার জন্য একটি মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন 10/ 6/2021 থেকে 9 /7/2021 তারিখ বিকাল 5 ঘটিকা অব্দি ।
নিচে অফিশিয়াল ওয়েবসাইট ও আবেদন করার লিংক সমস্তটাই দেওয়া হলো ।
অনলাইনে আবেদনের সময় কোন রকম সমস্যা ও সাহায্যর বা কোনরকম বিশেষ জানতে আপনারা যোগাযোগ করতে পারেন office of general manager (pers) , NCL Singrauli, MP-486889, contact number - 0780 525 6573, email:- rectt.ncl@coalindia.in
বি. দ্র. :- শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে NCVT/SCVT স্বীকৃত প্রতিষ্ঠানটি মধ্যপ্রদেশ কিংবা উত্তর প্রদেশ রাজ্যের হতে হবে । এছাড়া জেনারেল প্রার্থী ও ওবিসি প্রার্থীদের জন্য 50% নম্বর এবং অন্যান্যদের জন্য 45 শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে ।
অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন - Click Here
অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন - Click Here
অনলাইনে আবেদনের জন্য - Click Here
কোন মন্তব্য নেই: