Nabanna Scholarship 2021 Full Details Stpe By Step | নবান্ন ও উত্তরকন্যা স্কলারশিপ সম্পূর্ণ তথ্য

 পশ্চিমবঙ্গে মেধাবী ছাত্র ছাত্রী দের জন্য রাজ্য সরকার এর একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ , তবে এই স্কলারশিপ West Bengal Chief Minister Relief Fund নামেও পরিচিত । এখানে মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ ও গ্রাজুয়েশান পাশ থাকলে আবেদন করা যাবে ।দক্ষিণ বঙ্গের ছাত্র ছাত্রী দের জন্য এটি নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এবং উত্তরবঙ্গের ছাত্র ছাত্রী দের জন্য এটি উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত।  নিচে এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হল । 


স্কলারশিপের নাম

নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ

অফিস

ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড

কারা পাবেন এই স্কলারশিপ

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, পোস্ট গ্রাজুয়েশান, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং

আবেদন পদ্ধতি

অফলাইন ও অনলাইন

আবেদন শুরু

চলতি বছরে যে কোন সময়

আবেদনের শেষ তারিখ

কোন শেষ তারিখ নেই

অফিসিয়াল ওয়েবসাইট

http://wbcmo.gov.in


নবান্ন স্কলারশিপ এ আবেদন এর জন্য কি কি যোগ্যতা থাকতে হবে ? 

  1. ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  2. এবং ছাত্র-ছাত্রীদের কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন বোর্ড কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে তবেই তারা এই স্কলারশিপের জন্য যোগ্য মানা হবে। 
  3. যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিকে 65 শতাংশ নম্বর নিয়ে পাস করেছে তারা আবেদনযোগ্য এবং উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য 60 শতাংশ নম্বরে পাশ করতে হবে এবং যারা কলেজ পাস করেছে অর্থাৎ গ্রাজুয়েশন পাস করেছে অনার্স নিয়ে 55 শতাংশ নম্বরে পাশ করেছে এবং পোস্ট গ্রাজুয়েশন করতে চাইছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ।
  4. তবে যে সমস্ত ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন করতে চায় তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না ।
  5. ছাত্র-ছাত্রীর পারিবারিক বাৎসরিক আয় 60 হাজার টাকার কম হতে হবে ।

নবান্ন স্কলারশিপ এর আবেদন কিভাবে করবেন ?

সাধারণত নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে অফলাইনে এর মাধ্যমে নবান্ন বা উত্তরকন্যা অফিসে গিয়ে আবেদনপত্র জমা করে আবেদন করতে হয় ।

কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২০ সাল থেকে এটি অফলাইন আবেদন না করে অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন পাঠানো যাচ্ছে । তবে সাধারনত অফলাইনে আবেদন পদ্ধতি কিভাবে কি আছে তা নিচে বিস্তারিতভবে দেওয়া হল । এবং আবেদনপত্র ডাউনলোডের লিংক নিচে দেওয়া হল - 

  1. প্রথমত নিচে থাকা লিংক থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে একটি এ ফোর সাইজে প্রিন্ট করে সঠিকভাবে ফিলাপ করতে হবে ।
  2. তারপরে ওই আবেদনপত্রের সঙ্গে থাকা একটি MLA বা MP recommendation ফরম নিতে হবে এবং তার সঙ্গে self declaration ফর্ম একটি দিতে হবে। এই সেল্ফ ডিক্লারেশন ফর্ম টি বর্তমান যে স্কুলে বা কলেজে ছাত্র ছাত্রী পড়ছে সেখানে হেডমাস্টার বা প্রিন্সিপালকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে আনতে হবে।
  3. এছাড়া নিচে দেওয়া প্রয়োজনীয় নথিপত্র গুলি আবেদনপত্রের সঙ্গে যোগ করে জমা করাতে হবে 
  • প্রিভিয়াস পরীক্ষার রেজাল্ট এর ফটোকপি
  • বর্তমান যে ক্লাসে ভর্তি হয়েছে তার ভর্তির রশিদ 
  • যেকোনো এ ক্যাটাগরির গেজেটেড অফিসারের কাছ থেকে বা বিডিও অফিস থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট 
  • এন্ট্রান্স পরীক্ষায় দেওয়া রাঙ্ক কার্ড

আবেদনপত্র সঠিকভাবে ফিলাপ করে সাথে উপরে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে একটি মুখ বন্ধ খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় জমা দিয়ে আসতে হবে 

দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য - Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য - UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015

কেবলমাত্র ছাত্রছাত্রীকে ও ছাত্র ছাত্রীর অভিভাবক ই এই জমা করাতে পারবে এই আবেদন পত্র 

নবান্ন স্কলারশিপ এর আবেদন পত্র ডাউনলোড 

উত্তরকন্যা স্কলারশিপের আবেদন পত্র ডাউনলোড

২০২১ সালে এ বছর এখনো অব্দি অনলাইনে আবেদনের জন্য কোন রকম তথ্য পাওয়া যায়নি যখনই কোন রকম তথ্যসূত্র পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে আপডেট করা হবে ।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.