ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর নতুন করে নাবিক ও যান্ত্রিক পদে নিয়োগ করা হচ্ছে । এখানে আপনারা নাবিক জেনারেল ডিউটি থেকে শুরু করে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ ও যান্ত্রিক মেকানিক্যাল যান্ত্রিক ইলেকট্রিক্যাল সমস্ত পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায়। এই চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পূর্ণ বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর - 01/2022
আবেদন শুরু - 02/06/2021
আবেদনের জন্য শর্তাবলী
এখানে শুধুমাত্র ভারতীয় পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন এবং নিচে দেওয়া শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা ম্যাচ করলে এখানে আবেদন করতে পারবেন ।
কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ?
প্রথম পদের নাম - নাবিক (জেনারেল ডিউটি)
শিক্ষাগত যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সাইন্স শাখা থেকে অর্থাৎ উচ্চমাধ্যমিকে অংক ও পদার্থবিদ্যা থাকা আবশ্যক । এবং এটি পাস করতে হবে কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন (COBSE) থেকে । পশ্চিমবঙ্গ বোর্ড এই বোর্ডের অধীনে।
দ্বিতীয় পদের নাম - নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ )
শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ।
তৃতীয় পদের নাম - যান্ত্রিক
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাস করা থাকতে হবে সাথে ইলেকট্রিকাল মেকানিকাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন রেডিও ও পাওয়ার ওপর ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে অর্থাৎ ডিপ্লোমা থাকতে হবে তিন থেকে চার বছরের এবং যেটি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এর অধীনে হতে হবে ।
অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে সাথে ইলেকট্রিকাল মেকানিকাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এর ওপর ইঞ্জিনিয়ারিং থাকতে হবে দুই থেকে তিন বছরের।
এই পদে আবেদনের জন্য বয়স কত লাগবে ?
সাধারণত 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবে যেমন এসসি/এসটি প্রার্থীরা 5 বছরের ও ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ।
- তবে নাবিক জেনারেল ডিউটি ও যান্ত্রিক পদের জন্য প্রার্থীর জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2000 থেকে 31 শে জানুয়ারি 2004 এর মধ্যে হতে হব।
- এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এর ক্ষেত্রে 1 এপ্রিল 2000 থেকে 31 শে মার্চ 2004 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে।
কোন পদে কত শূন্য পদ আছে ?
- নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে - মোট 260 শূন্য পদ আছে ( জেনারেলদের জন্য 108 টি ই ডাবলু এস এর জন্য 26 টি ওবিসি 67 এসটি 19 টি এস সি 40 টি)
- নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য 50 টি শূন্য পদ আছে। ( জেনারেলদের জন্য 23 EWS-5 টি ওবিসি 17 টি ST 2টি SC 3 টি )
- যান্ত্রিক মেকানিক্যাল এর ক্ষেত্রে 20 শূন্যপদ আছে।
- যান্ত্রিক ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে 13 টি শুন্য পদ আছে ।
- যান্ত্রিক ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে 7 টি শূন্য পদ আছে ।
প্রার্থী বাছাই প্রক্রিয়া ?
এক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে চারটি স্টেজের মাধ্যম দিয়ে স্টেজ 1 2 3 ও 4 ।
বেতন কত বলা হয়েছে ?
- এক্ষেত্রে নাবিক জেনারেল ডিউটিতে level 3 অর্থাৎ বেসিক পে 21700 টাকা দেয়া হবে ।
- এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এর একই রকম পে লেভেল 3 অনুযায়ী 21700 টাকা বেশি করে দেওয়া হবে ।
- এবং যান্ত্রিক এর বেতন পে লেভেল 5 অর্থাৎ 29200 টাকা দেওয়া হবে ।
শারীরিক সক্ষমতার পরীক্ষা কি বলা হয়েছে ?
এক্ষেত্রে শারীরিক সক্ষমতা অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট বলা হয়েছে -
- 1.6 কিলোমিটার দৌড় আছে 7 মিনিটে ।
- 20 উঠাক বৈঠক আছে।
- 10 টি push up আছে ।
শারীরিক মাপজোক কি বলা হয়েছে ?
- এখানে আবেদনের জন্য উচ্চতা বলা হয়েছে 157 সেন্টিমিটার। তবে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, গাড়োয়াল, সিকিম, এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্য 5 সেন্টিমিটার উচ্চতায় ছাড় দেওয়া হবে ।
- বুকের ছাতি বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে তবে 5 সেন্টিমিটার ফুলিয়ে বাড়ানোর ক্ষমতা রাখতে হবে।
- ওজন উচ্চতা অনুযায়ী হতে হবে 10 প্লাস মাইনাস হলে কোন অসুবিধা নেই ।
- এবং নরমাল শোনার ক্ষমতা থাকতে হবে ।
আবেদন কিভাবে করবেন ?
আবেদন করার জন্য www.joinIndiancoastguard.cdac.in এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
আবেদন মূল্য কত ?
এখানে আবেদনের জন্য 250 টাকা আবেদন ফি রাখা হয়েছে তবে রাজ্যের SC/ST দের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না । এবং আবেদন মূল্য অনলাইনে পেমেন্ট করতে হবে।
আবেদন করতে হবে 16 ই জুলাই 2021 তারিখের মধ্যে ।
অফিশিয়াল নোটিশ টি ডাউনলোড করুন - Click Here
কোন মন্তব্য নেই: