Gram Rojgar Sahayak Job Recruitment Notice | রাজ্যে বিডিও অফিসে কর্মী নিয়োগ

রাজ্যে বিডিও অফিসে অর্থাৎ ব্লকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গেছে।  এবং তোমরা এখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে । সম্পূর্ণ অস্থায়ী অর্থাৎ কন্টাক্টচুয়াল হিসাবে এই নিয়োগ করা হচ্ছে  । এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে বেতন কত বলা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত ভাবে সম্পূর্ণ আলোচনা নিচে করা হলো ।
বিজ্ঞপ্তি নম্বর - 102/MGNREGA/LDB
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - ০৯/০৬/২০২১

পদের নাম - গ্রাম রোজগার সহায়ক (GRS)
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বিজ্ঞান বিভাগ নিয়ে এবং কমপক্ষে 55 শতাংশ নম্বরে পাশ করতে হবে এবং অবশ্যই উচ্চমাধ্যমিকে অংক এবং ফিজিকস কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে এবং পাস করতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে। 
সাথে প্রয়োজনীয় কম্পিউটার শিক্ষা ও থাকতে হবে অফিশিয়াল নোটিশ অনুযায়ী প্রার্থীকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপরে কোন ট্রেনিং করা থাকতে হবে ।

বয়স সীমা - আবেদনকারীর বয়স 18 থেকে 35 এর মধ্যে হতে হবে।  এবং বয়স হিসাব করতে হবে 01/01/2021 হিসাবে। তবে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ sc.st.obc সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবে ।

বেতন - এখানে মাসিক বেতন 12,000 টাকা করে দেওয়া হবে। 

বাসিন্দা স্ট্যাটাস - আবেদনকারীকে অবশ্যই বীরভূম জেলার লাবপুর ব্লকের অধীনে পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা ও ভোটার হতে হবে ।

এখানে আবেদন করবেন কিভাবে ?
নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে A4 সাইজ পেপার প্রিন্ট আউট করে সঠিকভাবে ফরম ফিলাপ করে সাথে সমস্ত দরকারি নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামের মধ্যে ভরে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট কিংবা সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে ।

কি কি ডকুমেন্টস লাগবে ?
  1. এক কপি সম্প্রতি পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে এবং তার ওপর প্রার্থীর সই করা থাকতে হবে এবং সেই ফটোটি আবেদনপত্রের ওপর আটকে দিতে হবে। 
  2. বয়সের প্রমাণপত্র হিসাবে বাথ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের এডমিট কার্ড সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে ।
  3. উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 
  4. বাসিন্দা প্রমাণের জন্য একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে ।
  5. কম্পিউটার সার্টিফিকেট এর জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 
  6. ভোটার আইডি কার্ডের জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে ।
  7. আবেদনকারীর অবশ্যই সঠিক ইমেইল আইডি ও ফোন নম্বর দিতে হবে। 
  8. একটি সেল্ফঅ্যাড্রেস স্টাম্প এনভেলোপ এর মধ্যে দিতে হবে। 
  9. এবং খামের উপর লিখতে হবে - application for the post of gram rojgar sahayak

প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে হবে ?
সমস্ত ডকুমেন্ট যাচাই করে উচ্চ মাধ্যমিকের নম্বর এর উপর ভিত্তি করে প্রার্থীকে short-listed করা হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে বাছাই করা হবে ।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা - The Programme Officer, MGNREGS & The Block Development Officer, Labour Dev. block,Birbhum

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ - 
প্রার্থীকে 23 শে জুন 2021 তারিখ বিকাল 3:30 এরমধ্যে আবেদনপত্র জমা দিতে হবে ।

অফিশিয়াল নোটিশ টি ডাউনলোড করুন - Click Here
আবেদন পত্র ডাউনলোড করুন - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.