Duare Tran Application Form Download দুয়ারে ত্রাণ ফর্ম ডাউনলোড করুন
Duare Tran Prakalpa : দুয়ারের ত্রাণ প্রকল্পের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ রাজ্যে এটি একটি নতুন প্রকল্প । দুয়ারে ত্রাণ এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় এর ক্ষতি পূরণের জন্য ঘোষণা করেছেন । দুয়ারে ত্রাণ প্রকল্পে সরকার প্রায় এক হাজার কোটি টাকা দেয়া হবে ঘোষণা করেছেন , কিন্তু কাদের কত টাকা ক্ষতিপূরণ দেয়া হবে এবং কি কি ক্ষতি হলে এই দুয়ারে ত্রাণ প্রকল্প এর মাধ্যমে টাকা পাওয়া যাবে সমস্তকিছু বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো এবং সর্বনিম্নে দুয়ারে ত্রাণের আবেদনের জন্য সং ডাউনলোড এর লিঙ্ক দেয়া হল । West Bengal Govt Duare Tran Scheme 2021দুয়ারে ত্রাণ প্রকল্প টি কি ?
রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মধ্যে সম্প্রতি ঘোষণা হওয়া প্রকল্প টি হল দুয়ারে ত্রাণ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন ক্ষতিপূরণের জন্য যে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই অর্থ এই প্রকল্পের মাধ্যমে সরকার ক্ষতিপূরণ হিসেবে যাদের ক্ষতি হয়েছে তাদের ব্যাংক একাউন্টে সরাসরি দিয়ে দেবে ।
এই দুয়ারে ত্রাণ প্রকল্পে কাদের কত টাকা দেওয়া হবে ?
- পুরোপুরি যাদের বাড়ি ভেঙে গেছে এমন ক্ষতিগ্রস্ত যাদের হয়েছে তাদের কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে ।
- যাদের অল্প ক্ষতি হয়েছে তাদের 5000 টাকা দেওয়া হবে ।
- যাদের ফসল নষ্ট হয়েছে তাদের এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা ওরদি দেওয়া হবে ।
- ছাগল ভেড়া এই সমস্ত পালিত পশু মারা গেলে বা ভেসে চলে গেলে তাদের ক্ষেত্রে 3000 টাকা দেওয়া হবে ।
- গরু কিংবা মোষের যদি মৃত্যু হয় সাইক্লোন জটের কারণে সে ক্ষেত্রে 30 হাজার টাকা দেওয়া হতে পারে ।
- পানচাষি যারা ছিলেন যাদের পান বরজের ক্ষতি হয়েছে সেক্ষেত্রে 5000 টাকা দেওয়া হবে ।
- যাদের মাছ ভেসে গেছে অর্থাৎ মৎস্যজীবীদের এবং নৌকা মেরামতি করতে 5000 টাকা দেয়া হবে ।
- যাদের অল্প একটু নৌকার ক্ষতি হয়েছে সে ক্ষেত্রে 500 টাকা দেওয়া হবে এবং জাল কেনার জন্য 2600 টাকা দেওয়া হবে ।
- যাদের গোডাউন গুদামের ক্ষতি হয়েছে তাদের ক্ষেত্রে 10,000 টাকা দেওয়া হবে ।
- তাঁতী সম্প্রদায় যারা আছেন তারা তাদের বিভিন্ন যন্ত্রপাতি মেরামত করার জন্য বা কেনার জন্য আর্থিক ক্ষতিপূরণ বাবদ 4100 টাকা দেওয়া হবে ।
দুয়ারে ত্রাণ প্রকল্পে কিভাবে আবেদন করবেন ?
দুয়ারে তান প্রকল্পে আবেদনের জন্য আবেদনপত্র নিচে থেকে ডাউনলোড করে আবেদন করতে হবে । এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য প্রথমে শ্রম ডাউনলোড করে প্রিন্ট আউট কোরতে হবে তারপর সঠিকভাবে পূরণ করে সমস্ত নথিপত্র সংযোগ করে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস বাজে দুয়ারে ত্রান শিবির হবে সেখানে সরাসরি গিয়ে জমা দিতে হবে ।
আবেদনপত্র কবে থেকে জমা নেওয়া হবে ?
দুয়ারে ত্রাণ প্রকল্পের এপ্লিকেশন ফরম জমা করতে হবে 3 রা জুন 2021 থেকে থেকে 18 ই জুন 2021 তারিখের মধ্যে।
দুয়ারে ত্রাণ প্রকল্পের ক্ষতিপূরণ বাবদ টাকা কিভাবে দেওয়া হবে ?
এই প্রকল্পে ক্ষতি যাদের হয়েছে তাদের টাকা সরাসরি ব্যাংকে দেওয়া হবে সেজন্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে ।
দেখুন দুয়ারে ত্রাণ ফর্ম কিভাবে ফিলাপ করবেন - Click Here
দুয়ারে ত্রাণ অফিশিয়াল ওয়েবসাইট - Click Here
দুয়ারে ত্রাণ আবেদন পত্র ডাউনলোড করুন - Click Here
Commenting on a blog is an art. Good comments create relations. You’re doing great work. Keep it up. Assam voter list provide the complete list and check your name in voter list
উত্তরমুছুন