WB Health CMOH Office Recruitment 2021 | রাজ্যে CMOH অফিসে স্টাফ নার্স নিয়োগ
WB Health CMOH Office Recruitment 2021: CMOH অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অনেকগুলি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ছেলেমেয়ে সকলেই আবেদন করতে পারবে । তোমাদের এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে covid-19 জন্য কিন্তু এই নিয়োগ টি করা হচ্ছে । এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পোষ্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সঙ্গে বয়স সীমা কি চাওয়া হয়েছে এবং বেতন কত দেয়া হবে এবং সেইসঙ্গে তোমাদের প্রার্থী রয়েছে এবং তোমরা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু নিচে আলোচনা করা হল ।বিজ্ঞপ্তি নম্বর - CMOH/Estt. /1614
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - ২৪/০৫.২০২১
মোট শুন্যপদ - ৩৫০
প্রথম পদের নাম - MT (CC)
শুন্যপদ - ৩৮ টি
শিক্ষাগত যোগ্যতা - ফিজিক্স কেমিস্ট্রি ও বাইওলজি নিয়ে উচ্চমাধ্যামি্ক পাশ করতে হবে বা সমতুল্য জগ্যতা থাকতে হবে । সাথে মেডিকেল টেকনলজির নিয়ে দুই বছরের কোর্স করতে হবে রাজ্যের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা রাজ্যের প্যারা মেডিকেল থেকে, অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ।
বয়স - নুন্যতম বয়স ২১ বছর হতে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উরধসীমায় ছাড় পেয়ে যাবেন ।
মাসিক বেতন - ১৭,২০০ টাকা প্রতি মাসে ।
নিয়োগের স্থান - বাল্টিকুরি ESI কভিড হাপাতাল ।
দ্বিতীয় পদের নাম - MT (OT)
শুন্যপদ - 19 টি
শিক্ষাগত যোগ্যতা - ফিজিক্স কেমিস্ট্রি ও বাইওলজি নিয়ে উচ্চমাধ্যামিক পাশ করতে হবে বা সমতুল্য জগ্যতা থাকতে হবে । সাথে মেডিকেল টেকনলজির নিয়ে দুই বছরের কোর্স করতে হবে রাজ্যের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা রাজ্যের প্যারা মেডিকেল থেকে, অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ।
বয়স - নুন্যতম বয়স ২১ বছর হতে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উরধসীমায় ছাড় পেয়ে যাবেন ।
মাসিক বেতন - ১৭,২০০ টাকা প্রতি মাসে ।
নিয়োগের স্থান - বাল্টিকুরি ESI কভিড হাপাতাল ।
তৃতীয় পদের নাম - ল্যাবরেটরি টেকনিশিয়ান
শুন্যপদ - ২ টি
শিক্ষাগত যোগ্যতা - ফিজিক্স কেমিস্ট্রি ও বাইওলজি নিয়ে উচ্চমাধ্যামি্ক পাশ করতে হবে বা সমতুল্য জগ্যতা থাকতে হবে । সাথে মেডিকেল টেকনলজির নিয়ে দুই বছরের কোর্স করতে হবে রাজ্যের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা রাজ্যের প্যারা মেডিকেল থেকে, অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ।
বয়স - নুন্যতম বয়স ২১ বছর হতে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উরধসীমায় ছাড় পেয়ে যাবেন ।
মাসিক বেতন - ১৭,২০০ টাকা প্রতি মাসে ।
নিয়োগের স্থান - বাল্টিকুরি ESI কভিড হাপাতাল ।
চতুর্থ পদের নাম - স্টাফ নার্স
শুন্যপদ - ২৯১ টি
শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যামিক পাশ করতে হবে বা সমতুল্য জগ্যতা থাকতে হবে । সাথে বিএসসি নার্সিং বা GNM নার্সিং পাশ করতে হবে রাজ্যের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেটি অয়েস্ত বেঙ্গল নার্সিং কাউন্সিল এর অধিনে ।
বয়স - নুন্যতম বয়স ২১ বছর হতে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উরধসীমায় ছাড় পেয়ে যাবেন ।
মাসিক বেতন - ১৭,২২০ টাকা প্রতি মাসে ।
নিয়োগের স্থান - হাওড়া জেলার বিভিন্ন কভিড হাপাতাল ।
আবেদন কিভাবে করবেন ?
এখানে আবেদন করতে হলে একটি প্লেন পেপারে একটি অ্যাপ্লিকেশান লিখে তার ওপর ফটো সংযোগ করে সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ এর দিন নিচে দেওয়া ঠিকানায় যেতে হবে ।
ইন্টারভিউএর তারিখ - ৩১/০৫/২০২১ সোম বার ।
ইন্টারভিউএর স্থান - CMOH ( চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ) হাওড়া জেলা , ১১ বিপ্লবি হরেন ঘোষ সরনি , হাওড়া - ৭১১১০১
প্রার্থী বাছাই প্রক্রিয়া - প্রার্থীর যোগ্যতা ও সরাসরি ইন্টারভিয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
উপরে দেওয়া তথ্য টি বুঝতে অসুবিধা হলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলড করতে পারেন এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ও নিচে দেওয়া আছে, সেখান থেকে ভিসিট করে দেখতে পারেন ।
অফিসিয়াল নোটিশ - Click Here
অফিসিয়াল ওয়েবসাইট - Click Here
কোন মন্তব্য নেই: