Sail Steel Plant new Job Vacancy 2021
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি), স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের একটি ইউনিট (সেল), মহরত্ন কোম্পানি, আগ্রহী এবং যোগ্য যোগ্যতাসম্পন্ন নার্সদের কাছ থেকে "দক্ষতা প্রশিক্ষণ" গ্রহণের জন্য আবেদনগুলি আমন্ত্রণ জানিয়েছে , M&HS বিভাগের অধীনে 600 শয্যাবিশিষ্ট মাল্টি-স্পেশালিটি ডিএসপি হাসপাতালে।
বিজ্ঞপ্তি নম্বর |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ |
আবেদনের মাধ্যম |
DSP/PERS-NW/PTN/2021/DETL |
30.04.2021 |
অনলাইন |
দক্ষতা প্রশিক্ষণার্থীর সং খ্যাঃ- 83
বয়সসীমা ঃ-
৩০ বছরের মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন । তবে এক্ষেত্রে সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ও OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পেয়ে যাবেন ।
শিক্ষাগত যোগ্যতা ঃ-
এই পদে আবেদনের জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে টা নিম্নে উল্লেখ করা হল ঃ-
- বি.এসসি নিয়ে পাস করতে হবে (নার্সিং) / জেনারেল নার্সিং এবং মিডওয়াইফরিতে ডিপ্লোমা থাকতে হবে।
- ইন্টার্নশিপ শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ।
- রেজিস্ট্রেশান সার্টিফিকেট ।
কোন কোন ডিপার্টমেন্ট এ নিয়োগ করা হবে ?
আইসিইউ / এনআইসিইউ / বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, Obs&Gyn, Paediatrics, Casualty, Orthopaedics, COVID, Chest এবং অন্যান্য কিছু ডিপার্টমেন্টে ।
এছাড়া এখানে ১৮ মাসের জন্য নিয়োগ করা হবে ও ৮ ঘন্টা প্রতি দিন কাজ করতে হবে । সপ্তাহে এক দিন ছুটি পাওয়া যাবে ।
স্টাইপেন / বৃত্তি / বেতন ঃ-
প্রতিমাসে ৮০০০ টাকা করে স্টাইপেন দেওয়া হবে । এছাড়া শুধুমাত্র প্রশিক্ষণের সময় ডিএসপি হাসপাতালে সমস্ত মেডিকেল ফ্যাসিলিটি পাবেন ।
কিভাবে আবেদন করবেন ?
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের সেল ওয়েবসাইট (www.sail.co.in) এবং এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে । নিচে আবেদন করা ও অফিসিয়াল নোটিশের লিঙ্ক দেওয়া হল । আবেদন শুরু হচ্ছে - 03.05.2021 (সোমবার) এবং আবেদন চলবে 17.05.2021 (সোমবার) পর্যন্ত ।
ইন্টারভিউ এর তারিখ -
অনলাইনে আবেদনের পর প্রার্থীর দেওয়া রেজিস্টার Email ID ও ওয়েবসাইটে তারিখ জানিয়ে দেওয়া হবে । প্রার্থী চাইলে অনলাইন ও অফলাইন ইন্টারভিউ দিতে পারেবন ।
প্রার্থী বাছাই প্রক্রিয়া ঃ-
আবেদনকারীর যোগ্যতা ও ইন্টারভিউ এর পারফরমেন্স এর ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে ।
অফিসিয়াল ওয়েবসাইট - Click Here
অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন - Click Here
অনালাইনে আবেদন করুন - Click Here
কোন মন্তব্য নেই: