Kolkata Airport Recruitment Notice By Air India
Kolkata Airport Recruitment Notice By Air India:কলকাতা এয়ারপোর্ট থেকে এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই নিয়োগ টি করছে , Air India । এই নিয়োগের বিজ্ঞপ্তি Air India অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ ও করা হয়েছে । এই নিয়োগ টি কলকাতা বিমান বন্দর সহ দেশের আরও ৪ টি বিমান বন্দরে করা হচ্ছে । ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদন করতে পারবেন । ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন । কি কি যোগ্যতা লাগবে ও কিভাবে এখানে আবেদন করা যাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হল নিচে ।
এখানে ৩ টি আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে ।
প্রথম পদের নাম - ম্যানাজার ফিনান্স
শুন্যপদ - মোট ৪ টি
বিমান বন্দর হিসাবে শুন্যপদ - ( কলকাতা - ১ টি , দিল্লি - ২ টি ও চেন্নাই ১ টি )
বেতন - প্রতি মাসে বেতন ৫০,০০০ টাকা ।
বয়সসীমা - ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে সাথে সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের উরধসীমায় ছাড় পেয়ে যাবেন ।
শিক্ষাগত যোগ্যতা - যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড আকাউন্ট বা কস্ট একাউন্ট পাশ করতে হবে । সাথে বিমান বিভাগে কাজ করার অভিজ্ঞতা ও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
২য় পদের নাম - অফিসার একাউন্টস
শুন্যপদ - মোট ৭ টি
বিমান বন্দর হিসাবে শুন্যপদ - ( কলকাতা - ২ টি , দিল্লি - ২ টি , চেন্নাই ২ টি ও মুম্বাই ১ টি )
বেতন - প্রতি মাসে বেতন ৩২,২০০ টাকা ।
বয়সসীমা - ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে সাথে সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের উরধসীমায় ছাড় পেয়ে যাবেন ।
শিক্ষাগত যোগ্যতা - ইন্টার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট / ইন্টার কস্ট এবং ম্যানেজমেন্ট একাউন্টেন্সি বা ফিনান্স বা ফিনান্স সমতুল্য MBA (2 বছর কোর্স) সহএমএস-অফিস অপারেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে । সাথে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৩য় পদের নাম - অ্যাসিস্ট্যান্ট একাউন্টস
শুন্যপদ - মোট ৪ টি
বিমান বন্দর হিসাবে শুন্যপদ - ( দিল্লি - ২ টি , মুম্বাই ২ টি )
বেতন - প্রতি মাসে বেতন ২১,৩০০ টাকা ।
বয়সসীমা - ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে সাথে সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের উরধসীমায় ছাড় পেয়ে যাবেন ।
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশান পাশ করতে হবে সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । অথবা ফাইনান্স ফাংশান ও একাউন্টস নিয়ে এয়ারলাইনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
আবেদন প্রক্রিয়া - উচ্ছুক প্রার্থীকে উপরে উল্লেখ ইমেইল আইডি তে একটি নিচে দেওয়া লিঙ্কে কিল্ক করে অ্যাপ্লিকেশান ফরম্যাট টি ডাউনলোড করে প্রিন্ট করে সঠিক ভাবে ফিলাপ করে পাঠাতে হবে সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে ১ লা জুন ২০২১ তারিখের আগে ।
উপরে দেওয়া শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রার্থী কে একটি আপ্লিকেশান ফরমাট ( নিচে দেওয়া আছে ) ফিলাপ করে একটি ইমেইল করতে হবে hrhq.aiasl@airindia.in এই ঠিকানায় । এই ইমেইল টি পাঠাতে হবে ১লা জুন ২০২১ তারিখের মধ্যে । তারপর আবেদনকারীর যোগ্যতা দেখে প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে । তারপর গ্রুপ ডিস্কাশানের ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে ।
ডাউনলোড অফিসিয়াল নোটিশ - Click Here
অফিসিয়াল ওয়েবসাইট -Click Here
কোন মন্তব্য নেই: