Indian railway new to group D recruitment 2021: ভারতীয় রেলওয়েতে মাধ্যমিক পাশে গ্রুপ-ডি সহ বেশকিছু শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । এখানে মেডিকেল স্টাফ নিয়োগ করা হচ্ছে মূলত । এখানে কোন কোন পদের জন্য আবেদন করা যাবে কিভাবে আপনারা আবেদন করবেন অর্থাৎ এই নোটিফিকেশন নিয়ে যাবতীয় তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো
প্রথম পদের নাম - হসপিটাল এটেনডেন্ট
শূন্যপদ - 26 টি
বয়স সীমা - 18 থেকে 33 বছরের যে কেউ এখানে আবেদন করতে পারবেন ।
মাসিক বেতন - ১৮০০০ টাকা অর্থাৎ পে লেভেল 1 অনুযায়ী বেতন দেয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা আইটিআই পাস করা থাকতে হবে স্বীকৃত ইনস্টিটিউশন থেকে NCVT/SCVT থেকে ।
দ্বিতীয় পদের নাম - ফার্মাসিস্ট
শূন্যপদ - 2 টি
বয়স সীমা - ২০ থেকে ৩০ বছরে যে কেউ এখানে আবেদন করতে পারবেন
বেতনসীমা - 29,200 level-5 অনুযায়ী বেতন দেয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সাথে ফার্মেসির উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অথবা বি-ফার্মা ফার্মেসি ব্যাচেলার হতে হবে ।
তৃতীয় পোস্টের নাম - হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর
শূন্যপদ - ২ টি ।
বয়সসীমা - ২০ থেকে ৩০ বছরের যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন
বেতন সীমা- 35,400 টাকা অর্থাৎ level-6 অনুযায়ী বেতন দেয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - বিএসসি থাকতে হবে কেমিস্ট্রির উপরে এবং বিএসসি করার সময় কেমিস্ট্রি সাবজেক্ট থাকতেই হবে এছাড়া 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে হেলথ ইনস্পেক্টর এর উপরে ।
চতুর্থ পোস্টের নাম - ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১ টি ।
বয়স সীমা - 18 থেকে 33 বছরের যে কেউ এখানে আবেদন করতে পারবেন
বেতন - 21,700 টাকা অর্থাৎ level 3 অনুযায়ী বেতন দেয়া হবে
শিক্ষাগত যোগ্যতা - ১২ পাস অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ নিয়ে সাথে DMLT অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর ডিপ্লোমা করা থাকতে হবে ।
WB Health Job 12th Pass - Click Here
পঞ্চম পোস্টের নাম - নার্সিং সুপারিনটেনডেন্ট ( স্টাফ নার্স)
শূন্যপদ - 31 টি ।
বয়সসীমা - ২০ থেকে ৩০ বছরে যে কেউ আবেদন করতে পারবেন
বেতনসীমা- 44900 পে লেভেল ৭ অনুযায়ী বেতন দেয়া হবে
শিক্ষাগত যোগ্যতা - বিএসসি নার্সিং অথবা তিন বছরের জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স করা থাকতে হবে যে কোনো স্বীকৃত নার্সিং ইনস্টিটিউশন থেকেে।
ষষ্ঠ পোস্টের নাম - GDMO (ডক্টর)
শূন্যপদ- ১৬টি ।
বয়সসীমা - ৫৩ বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন ।
বেতনসীমা - মাসে 75 হাজার টাকা ।
শিক্ষাগত যোগ্যতা - MBBS ডিগ্রি থাকতে হবে কম্প্লেশন অফ ইন্টার সিপ থাকতে হবে যে কোন ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে যেটি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল এর আন্ডারে ।
সপ্তম পোস্টের নাম - স্পেশালিস্ট ডক্টর
শূন্য পদ - 03 টি
বয়সসীমা - 53 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন
বেতন - 95 হাজার টাকা ।
শিক্ষাগত যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী এবং পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা থাকতে হবে উল্লেখ সাবজেক্টের উপর যে কোনো স্বীকৃত ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল আন্ডারে ইউনিভার্সিটি টিউশন থেকে ।
এখানে কিভাবে আবেদন করবেন ?
আবেদন করতে হবে অনলাইনে তবে আবেদন করতে হবে ইমেইল এর মাধ্যমে । আবেদনের জন্য নিচে দেওয়া লিংক থেকে অ্যাপ্লিকেশন ফরমেট টি ডাউনলোড করে প্রিন্ট করে সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে পুনরায় স্ক্যান করে পিডিএফ বানিয়ে নিম্নলিখিত ইমেইল আইডিতে সঠিকভাবে ইমেইল করতে হবে ।
Email ID - contractmedicalhyb@gmail.com
আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে ?
আবেদনের জন্য নিচে দেওয়া ডকুমেন্টগুলি লাগবে
১) বয়সের প্রমাণপত্র মাধ্যমিকের সার্টিফিকেট
২) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
৩) অভিজ্ঞতা প্রমাণপত্র ( যদি থাকে )
আবেদনের শেষ তারিখ - 29 / 05/ 2021
প্রার্থী বাছাই প্রক্রিয়া -
অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে প্রতিটি পোস্টের জন্য ওয়ান ইস্টু থ্রি অনুপাতে প্রার্থী বাছাই করা হবে অর্থাৎ তিনজন করে ডাকা হবে এবং তার মধ্যে একজনকে সিলেক্ট করা হবে ।
ইন্টারভিউ এর তারিখ ও সময় -
4/ 6 / 2021 ও 5 / 6 / 2021 তারিখে সকাল 11 টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে অনলাইনে ।
অফিশিয়াল নোটিশ ডাউনলোড - Click Here
কোন মন্তব্য নেই: