CSIR-India Job Recruitment 2021 | বিজ্ঞান দপ্তরে Group C কর্মী নিয়োগ

 CSIR-India Job Recruitment 2021

CSIR-India Job Recruitment 2021: উচ্চমাধ্যামিক পাশে দারুন চাকরির সুযোগ Administrative Support Services in a premier R&D Institute এ । এই নিয়োগ করা হচ্ছে CSIR-Institute of Minerals & Materials Technology তরফ থেকে । ভারতীয় নাগরিক হলেই এই খানে আবেদন করা যাবে । পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা এখানে নিম্নে দেওয়া যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে । বেশ কিছু পদে নিয়োগ করা হবে ।  নিচে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হল ।




বিজ্ঞপ্তি নম্বর - 02/2021
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - 21.04.2021


প্রথম পদের নাম - জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (G)
পোস্ট কোড - JSAG
শুন্যপদ - ৭ টি (UR-04, SC-01, ST-01, EWS-01)
বয়সসীমা - ১৮ থেকে ২৮ বছর অবধি আবেদন করতে পারবে । তবে সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা ৫ বছরের ও OBC প্রার্থী রা ৩ বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে ।
বেতন - লেভেল ২ অনুসারে ₹19900-63200 ₹27,936/- শুরুতেই বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যামিক পাশ করতে হবে । সাথে কম্পিউটারে দক্ষতা টাইপিং গতি (ইংরাজী -35) ওয়ার্ড পার মিনিট ।


দ্বিতীয় পদের নাম - জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (F & A )
পোস্ট কোড - JSAF
শুন্যপদ - 2 টি (UR-02)
বয়সসীমা - ১৮ থেকে ২৮ বছর অবধি আবেদন করতে পারবে । তবে সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা ৫ বছরের ও OBC প্রার্থী রা ৩ বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে ।
বেতন - লেভেল ২ অনুসারে ₹19900-63200 ₹27,936/- শুরুতেই বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যামিক পাশ করতে হবে , সাথে অ্যাকাউন্টেসি বিষয় অবশ্যই থাকতে হবে । কম্পিউটারে দক্ষতা টাইপিং গতি (ইংরাজী -35) ওয়ার্ড পার মিনিট ।


তৃতীয় পদের নাম - জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (S&P )
পোস্ট কোড - JSAP
শুন্যপদ - 3 টি (UR-02 ST-01)
বয়সসীমা - ১৮ থেকে ২৮ বছর অবধি আবেদন করতে পারবে । তবে সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা ৫ বছরের ও OBC প্রার্থী রা ৩ বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে ।
বেতন - লেভেল ২ অনুসারে ₹19900-63200 ₹27,936/- শুরুতেই বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যামিক পাশ করতে হবে , সাথে কম্পিউটারে দক্ষতা টাইপিং গতি (ইংরাজী -35) ওয়ার্ড পার মিনিট ।

চতুর্থ পদের নাম - জুনিয়র স্টেনোগ্রাফার
পোস্ট কোড - JSAP
শুন্যপদ - ২ টি (UR-02)
বয়সসীমা - ১৮ থেকে ২৭ বছর অবধি আবেদন করতে পারবে । তবে সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা ৫ বছরের ও OBC প্রার্থী রা ৩ বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে ।
বেতন - লেভেল 4 অনুসারে  25500-81100  36,021/- শুরুতেই বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যামিক পাশ করতে হবে , সাথে কম্পিউটারে দক্ষতা টাইপিং গতি (ইংরাজী -35) ওয়ার্ড পার মিনিট ।

শূন্যপদগুলির পরিবর্তন হতে পারে অর্থাত্ নির্বাচনের সময় বৃদ্ধি বা কম হতে পারে । 

প্রার্থী বাছাই প্রক্রিয়া - 

উচ্চমাধ্যমিক এর নম্বর এর ওপর ভিত্তি করে টাইপ টেস্ট / লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের আহ্বান করা হবে ।

আবেদন পদ্ধতি - 

প্রথমে অনলাইনে আবেদন করতে হবে ।  অনলাইনে আবেদন করার জন্য www.immt.res.in এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে । আবেদন করার পর আবেদন পত্র ও ফী রিসিপ্ট একটি মুখ বন্ধ খামে দিয়ে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে । সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে । খামের ওপর লিখতে হবে  "Application for the Post of ...................., Post Code No....................., & Advt. No.........................."

ঠিকানা - The Controller of Administration CSIR-Institute of Minerals & Materials Technology Near Pathani Samanta Planetarium, Acharya Vihar, Bhubaneswar-751013, (Odisha), India


আবেদন মুল্য - 


উপোরক্ত পদ গুলি তে আবেদনের জন্য জেনারেল ও ওবিসি প্রার্থী রা ১০০ টাকা আবেদন মুল্য পে করবে । এছাড়া SC/ST/PWD ও সমস্ত মহিলা প্রার্থী দের কোন রকম আবেদন মুল্য লাগবে না । আবেদন মুল্য অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে । 

অফিসিয়াল বিজ্ঞপ্তি - Click Here
অনলাইনে আবেদন - Click Here
অফিসিয়াল ওয়েবসাইট - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.