BDO Office Job Recruitment 2021
BDO Office Job Recruitment 2021 : সম্পূর্ণ অস্থায়ী ভাবে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় বিডিও অফিসের অধিনে পঞ্চায়েত এলাকা গুলিতে গ্রাম রোজকার সহায়ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে । কোন কোন ব্লকে কোন পঞ্চায়েতের অধিনে এই নিয়োগ হবে , কি কি প্রয়জনীয় যোগ্যতা লাগবে সব কিছুই নিচে বিস্তারিত আলোচনা করা হল।
BDO Office Job Recruitment 2021 |
বিজ্ঞপ্তি
নম্বর |
বিজ্ঞপ্তি
প্রকাশ |
পদের
নাম |
450/PD |
10/05/2021 |
গ্রাম রোজকার সহায়ক |
পদের নাম - গ্রাম রোজগার সহায়ক পদ ।
শুন্যপদ - মোট ২ টি শুন্যপদ আছে ।
আবেদনের জন্য বয়স সীমা -
প্রার্থী কে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে । বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২১ । এছাড়া সরকারী নিয়ম অনুসারে রাজ্যের SC/ST/OBC প্রার্থী রা বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় পেয়ে যাবেন ।
শিক্ষাগত যোগ্যতা -
প্রার্থী কে বিজ্ঞান শাখা নিয়ে উচ্চমাধ্যামিক পাশ করতে হবে এবং কম পক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে । এছাড়া ম্যাথামেটিক্স ও ফিজিক্স অবশ্যই থাকতে হবে ।
এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর ৬ মাসের কোর্স করা থাকা আবশ্যিক ।
বেতন -
চাকরি তে প্রবেশ করেই মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি -
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । একটি A4 সাইজ পেজে আবেদন পত্র টি পুরন করে সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযোগ করে একটি মুখ বন্ধ খামের মধ্যে ভরে নিচে নিচে দেওয়া ব্লকের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে । এখানে সরাসরি গিয়ে জমা করতে হবে । নিচে অফিসিয়াল নোটিশ সহ আবেদন পত্রের লিঙ্ক দেওয়া হল ।
আবেদন পত্র জমা করতে হবে সোম থেকে শুক্র বারের মধ্যে সময় ( সকাল ১১ টা থেকে বিকাল ৩ঃ৩০ এর মধ্যে ) আবেদন পত্র জমা দেবার শেষ তারিখ ২৪ শে মে ২০২১ ।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
নিচে দেওয়া সমস্ত নথিপত্র গুলি শেল্ফ আটেস্টেড করে আবেদন পত্রের সাথে জমা করতে হবে ।
- বয়সের প্রমানপত্র বা মাধ্যমিকের আডমিট কার্ড / বার্থ সার্টিফিকেট
- ১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ফটো
- উচ্চমাধ্যমিকের রেজাল্ট
- স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
- আধার কার্ড / ভোটার কার্ড
- কম্পিউটার সার্টিফিকেট
আবশ্যিক শর্তাবলী -
প্রার্থী কে অবশ্যই হুগলী জেলার পলবা-দাদপুর ব্লকের স্থায়ী বাসিন্দা/ ভোটার হতে হবে ।
প্রার্থী বাছাই প্রক্রিয়া -
শিক্ষাগত যোগ্যতার নম্বর অর্থাৎ উচ্চমাধ্যমিকের নম্বরের ওপর ভিত্তি করে প্রার্থী কে ডাকা হবে , তারপর ইন্টারভিউ ও ডকুমেন্টস যাচাই এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । এখানে হুগলী জেলার পলবা-দাদপুর ব্লকের দুটি পঞ্চায়েত হারিত ও মহানদ পঞ্চায়েতে এই নিয়োগ করা হবে ।
ডাউনলোড অফিসিয়াল নোটিশ - Click Here
ডউনলোড আবেদন পত্র - Click Here
কোন মন্তব্য নেই: