বছরে ৪০০০০ টাকা দিচ্ছে এই স্কলারশিপ | DXC Progressing Mind Scholarship for Student : Private Scholarship Update
DXC Progressing Mind Scholarship for Student
সাধারণত সরকারী স্কলারশিপের সাথে সাথে প্রচুর এমন স্কলারশিপ আছে যে গুলি প্রাইভেট কিছু সংস্থা গুলি ছাত্র ছাত্রী দের দিয়ে থাকে , তার মধ্যেই একটি হল DXC Progressing Mind Scholarship । এখানে ছাত্র ছাত্রী দের আবেদনের জন্য কি কি যোগ্যতা ভিত্তিক শর্ত রাখা হয়েছে টা সমস্ত কিছুই নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল । এই স্কলারশিপ টি প্রকাশ করেছে buddy4study নামে একটি স্কলারশিপ আপডেট দেওয়া অনলাইন ওয়েবসাইট । এখানে প্রথমত অনলাইনে আবেদন করতে হবে, এবং buddy4study অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে ।
স্কলারশিপের নাম - DXC Progressing Mind Scholarship
স্কলারশিপ - ৪০ হাজার টাকা বছরে / পড়াশোনার ৫০% ফী বর্তমান শিক্ষাবর্ষে ।
আবেদনের শেষ তারিখ - ১৫ ই জুন ২০২১
DXC Progressing Minds Scholarship : DXC Technology হল একটি গ্লোবাল ফরচুন 500 ফার্ম যা গ্রাহকদের তাদের আইটি এস্টেট পরিচালনা করতে সহায়তা করে। কর্পোরেট নাগরিক হিসাবে, এটি সত্যই যে সম্প্রদায়গুলিতে বাস করে এবং কাজ করে তাদের মূল্য দেয়। উপস্থাপিত এবং সুবিধাবঞ্চিত গ্রুপগুলির সামাজিক গতিশীলতা উন্নয়নের জন্য তার অবিচ্ছিন্ন প্রয়াসে, DXC Technology India "DXC Progressing Mind Scholarship " চালু করছে।
DXC Progressing Minds Scholarship এ আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে ?
- শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রী রা এখানে আবেদন করতে পারবে ।
- শিক্ষার্থীরা অবশ্যই পূর্ববর্তী শিক্ষাগত ডিগ্রিতে 60% বা ততোধিক নম্বর পেতে হবে ।
- আবেদনকারীকে অবশ্যই ২০২০-২০২১ শিক্ষাবর্ষে BE/B.Tech program in CS/IT/EE/EC প্রোগ্রামে প্রথম বর্ষে থাকতে হবে ।
- সমস্ত উৎস থেকে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৪ লক্ষ টাকা (₹ 4,00,000) এর বেশি হওয়া উচিত নয় ।
- আবেদনকারীকে প্রতি বছরে৬০০০ টাকা বা তার বেশি কোনও বৃত্তির সুবিধা গ্রহণ করা যাবে না ।
- DXC বা Buddy4Study কর্মচারীদের সন্তান্রা এই প্রোগ্রামের জন্য যোগ্য নয়।
কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে এখানে ?
চলতি শিক্ষাবর্ষের মোট ফি গুলির ৫০% বা বার্ষিক ৪০,০০০ টাকা ।
কি কি ডকুমেন্ট লাগবে এখানে আবেদনের জন্য ?
- আগের শিক্ষাগত ডিগ্রির মার্কশিট
- একটি পাসপোর্ট সাইজের ছবি
- সরকারী জারি করা পরিচয় প্রমাণ (আধার কার্ড / ভোটার পরিচয়পত্র / ড্রাইভিং লাইসেন্স / প্যান কার্ড)
- বর্তমান বছরের ভর্তি প্রমাণ (ফি প্রাপ্তি / প্রবেশ পত্র / প্রতিষ্ঠানের পরিচয়পত্র / বোনাফাইড শংসাপত্র)
- আবেদনকারীর ব্যাংক পাসবুকের একটি ফটোকপি বা তার / তার ব্যাংক অ্যাকাউন্টের একটি বাতিল চেক ।
- আয়ের প্রমাণ (ফর্ম 16 এ / সরকারী কর্তৃপক্ষের আয়ের শংসাপত্র / বেতন স্লিপ ইত্যাদি)
এখানে কিভাবে আবেদন করবেন ?
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনি এই স্কলারশিপ সংক্রান্ত অফিসিয়াল আপডেট টি পড়তে পারেবন ও তার নিচে থাকা অ্যাপ্লাই অপশনে কিল্ক করে আবেদন করতে হবে ।
অফিসিয়াল নোটিশ - Click Here
আবেদনের লিঙ্ক - Click Here
কোন মন্তব্য নেই: