কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রাশান প্রক্রিয়া || online registration for covid 19 vaccine in india
Online registration for covid 19 vaccine in india
ভারত যেহেতু ১৮ বছর বয়সের পর থেকে সকল বয়সের বাক্তির জন্য ১ মে থেকে কোভিড -১৯ টিকা অভিযানের তৃতীয় পর্ব শুরু করবে, আজ আরোগ্য সেতু অ্যাপ এবং উমং অ্যাপে এই তালিকা নিবন্ধের কাজ শুরু করতে প্রস্তুত।
রেজিস্ট্রেশান প্রক্রিয়া বিকেল চারটায় খুলবে এবং রাজ্য সরকারী কেন্দ্র এবং বেসরকারী কেন্দ্রগুলিতে নিয়োগগুলি 1 মে তারিখের মধ্যে কতগুলি টিকা কেন্দ্র প্রস্তুত রয়েছে তার উপর নির্ভর করবে।
আপনারা যারা এই ভাক্সিনের জন্য নাম নথিভুক্ত করতে চান তারা কিভাবে খুব সহজেই নিজের নাম অনলাইনে নথিভুক্ত করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া নিচে আলোচনা করা হল ।
১। কখন আপনি এই অনলাইনে রেজিস্ট্রেশান করতে পারবেন ?
করোনাভাইরাস টিকা দেওয়ার জন্য নিবন্ধকরণ আজ থেকে (২৮ এপ্রিল ২০২১ তারিখ )শুরু হওয়ার কথা।
২। আপনারা কিভাবে কোথায় রেজিস্ট্রেশান করাতে পারেবন ?
আপনারা মোবাইল থেকে যদি করে তো আরগ্য সেতু আপ থেকে বা উমাং আপ থেকে নিজের নাম রেজিস্টার করাতে পারেন অথবা সমস্ত যোগ্য নাগরিক অনলাইনে নিবন্ধন করতে পারেন এবং COWIN পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আপনি দেখতে পারেন - https://www.CoWin.gov.in/home
৩। কিভাবে নিজের নাম রেজিস্টার করবেন ?
স্টেপ ১ ঃ অনলাইনে নিবন্ধন করতে আপনাকে আপনার ফটো আইডি দিতে হবে।
স্টেপ ২ ঃ নিজের মোবাইল নম্বর ব্যাবহার করে রেজিস্টার করতে হবে । রেজিস্টার করার সময় মোবাইলে একটি OTP আসবে সেটি দিয়ে রেজিস্টার করে নিতে হবে ।
স্টেপ ৩ঃ একটি মোবাইল ফোন নম্বর থেকে, 4 জন নিবন্ধন করতে পারবেন, তবে প্রতিটি ব্যক্তির নিজস্ব ফটো আইডি লাগবে।
স্টেপ ৪ঃ যদি আধার কার্ডটি আইডেন্টিফিকেশান ডকুমেন্ট হিসাবে ব্যবহৃত হয় তবে সম্মতি পাওয়া যাবে এবং রেকর্ড করা হবে।
স্টেপ ৫ঃ 1 মে থেকে আপনার পছন্দের একটি কেন্দ্রে আপনার টিকাদান অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী করুন।
যারা মোবাইলে আরোগ্য সেতু আপ থেকে এই কাজ টি করাতে চান ঃ-
স্টেপ ১ঃ আরোগ্য সেতুর মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধকরণ করতে, আপনাকে প্রথমে অ্যাপটি খুলতে হবে এবং তারপরে হোম স্ক্রিনে পাওয়া কোউইন ট্যাবে ক্লিক করতে হবে।
স্টেপ ২ঃ 'vaccination registration' নির্বাচন করুন এবং তারপরে কটি ফোন নম্বর দিন এবং মোবাইলে যে OTP আসবে সেটি প্রবেশ করুন।
স্টেপ ৩ঃ ভেরিফাই অপ্সানে ক্লিক করুন এবং আপনাকে নিবন্ধকরণ পৃষ্ঠায় পরিচালিত হবে।
স্টেপ ৪ ঃ তারপরে উপরে যেমন টা বলা হয়েছে একই ভাবে সম্পূর্ণ কাজ টি সম্পূর্ণ করুন ।
স্টেপ ৫ ঃ অ্যাপয়েন্টমেন্টের দিন, অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় ব্যবহৃত স্লিপ টি প্রিন্ট আউট করুন এবং ফটো আইডি নিয়ে টিকা কেন্দ্রে পৌঁছান।
৪। এই রেজিস্ট্রেশান এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?
নিচে লেখা ডকুমেন্ট গুলির মধ্যে থেকে যে কোন একটি ডকুমেন্ট থাকলে অনলাইনে রেজিস্ট্রেশান করা যাবে ।
- আধার কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- শ্রম মন্ত্রকের প্রকল্পের আওতায় স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড
- মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি আইন (MGNREGA) জব কার্ড
- সাংসদ / বিধায়ক / এমএলসিগুলিকে সরকারী পরিচয়পত্র প্রদান করা হয়
- প্যান কার্ড
- ব্যাংক / ডাকঘর প্রদত্ত পাসবুক
- পাসপোর্ট
- পেনশন ডকুমেন্ট
- ভোটার কার্ড
৫। কিভাবে কোন লিঙ্ক থেকে রেজিস্ট্রেশান করবেন ?
আগেই বলেছি কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশান করতে হবে তো তার জন্য আপনাকে CoWin এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ কাজ টি করাতে হবে । নিচে সমত লিঙ্ক দেওয়া আছে -
অনলাইনে ওয়েবসাইট এর মাধ্যমে রেজিস্ট্রেশান - Click Here
ডাউনলোড আরোগ্য সেতু আপ - Click Here
ডাউনলোড উমাং আপ - Click Here
উপরের সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে তবেই আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে । তবুও কোন রকম জিজ্ঞাস্য থাকলে আমাদের এই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন ।
Thanks for Visiting our Website 💗
কোন মন্তব্য নেই: