সরকারি সংস্কৃতি দপ্তরে নিয়োগ | Indira Gandhi National Centre for the Arts Department Recruitment 2021 : Govt Job News
Indira Gandhi National Centre for the Arts Department Recruitment 2021
Indira Gandhi National Centre for the Arts Department Recruitment 2021 পদের নাম ও শুন্যপদ -
বিজ্ঞপ্তি
প্রকাশ |
আবেদন
প্রক্রিয়া |
আবেদনের
শেষ তারিখ |
২৬/০৪/২০২১ |
অনলাইন |
০৩/০৫/২০২১ |
Project Assistant পদের জন্য প্রয়োজনীয়তা ঃ-
মোট শুন্যপদ - চার (৪) টি
শিক্ষাগত যোগ্যতা ঃ-
IGNCA থেকে PGDPC কোর্সের পাশাপাশি যে কোনও বিষয়ে মাস্টার ডিগ্রী থাকতে হবে।
(বা)
Art এক বছরের প্রাসঙ্গিক সহ শিল্প সংরক্ষণ / যাদুঘর / শিল্পের ইতিহাসে মাস্টার্স অভিজ্ঞতা
(এবং)
প্রার্থীকে এমএস অফিস / কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
কাজের প্রোফাইল: প্রকল্প সহকারী প্রকল্পগুলির সমন্বয়ে সহায়তা করবে এবং এর সাথে যুক্ত হবে
আইজিএনসিএ, সংরক্ষণ বিভাগের সিনিয়র প্রকল্পের কর্মীরা।
বয়সসীমা ঃ-
01/04/2021 হিসাবে 52 বছরের বেশি নয় ।
বেতন ঃ-
৩০০০০ টাকা প্রতি মাসে ।
প্রার্থী বাছাই প্রক্রিয়া ঃ- ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
Assistant পদের জন্য প্রয়োজনীয়তা ঃ-
মোট শুন্যপদ - পাঁচ (৫) টি
শিক্ষাগত যোগ্যতা ঃ-
আর্ট কন্সারভেসান বিষয়ে ডিপ্লোমা / শংসাপত্রের সাথে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ।
(এবং)
প্রার্থীকে এমএস অফিস / কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে ।
কাজের প্রোফাইল:
সহকারী বিভাগ, আইজিএনসিএর সংরক্ষণ বিভাগের সিনিয়র প্রকল্প কর্মীদের সহায়তা করবে।
বয়সসীমা ঃ-
01/04/2021 হিসাবে ৩৫ বছরের বেশি নয় ।
বেতন ঃ-
২৫০০০ টাকা প্রতি মাসে ।
প্রার্থী বাছাই প্রক্রিয়া ঃ- ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
হেল্পার পদের জন্য প্রয়োজনীয়তা ঃ-
মোট শুন্যপদ - পাঁচ (৫) টি
শিক্ষাগত যোগ্যতা ঃ-
যেকোনো বিষয়ে গ্রাজুএশান সম্পূর্ণ করতে হবে
অথবা
উচ্চমাধ্যামিক পাস করতে হবে সাথে উল্লেখ কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে ।
কাজের প্রোফাইল:
হেল্পার সংরক্ষণ বিভাগ, সিনিয়র প্রকল্প কর্মীদের আইজিএনসিএ অনুযায়ী সহায়তা করবে ।
বয়সসীমা ঃ-
01/04/2021 হিসাবে ৫৫ বছরের বেশি নয় ।
বেতন ঃ-
২০০০০ টাকা প্রতি মাসে ।
প্রার্থী বাছাই প্রক্রিয়া ঃ- ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
আবেদন প্রক্রিয়া ঃ -
অনলাইনে আবেদন করতে হবে । নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ফিলাপ করে সমস্ত ডকুমেন্ট শেল্ফ আটেস্তটেড করে PDF ফাইল করে নিচে দেওয়া ইমেইল আইডি তে ইমেইল করতে হবে ০৩/০৫/২০২১ তারিখের মধ্যে ।
আবেদন করার জন্য Email ID : conservationdivisionignca@gmail.com
আবেদন পত্র ডাউনলোড করুন ঃ Click Here ( অফিসিয়াল নোটিশের নিচের দিকে আবেদন পত্র টি আছে । )
অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করুন - Click Here
অফিসিয়াল ওয়েবসাইট - Click Here
উপরের সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে তবেই আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে । তবুও কোন রকম জিজ্ঞাস্য থাকলে আমাদের এই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন ।
Thanks for Visiting our Website 💗
কোন মন্তব্য নেই: