সরকারি সংস্কৃতি দপ্তরে নিয়োগ | Indira Gandhi National Centre for the Arts Department Recruitment 2021 : Govt Job News

 Indira Gandhi National Centre for the Arts Department Recruitment 2021

Indira Gandhi National Centre for the Arts Department একটি স্বশাসিত ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন সংস্থাটি কেন্দ্র হিসাবে দৃশ্যমান সমস্ত শিল্পের অধ্যয়নকে অন্তর্ভুক্ত করে, বিশেষত তাদের আন্তঃসম্পর্কতার মাত্রা এবং পারস্পরিক পরস্পরের উপর নির্ভরশীলতা। এখানে বিভিন্ন প্রকল্পে কাজের জন্য কিছু স্টাফ নিয়োগ করে হচ্ছে চুক্তিভিত্তিক । নিচে এই চাকরির বিজ্ঞপ্তি সম্পরকে যাবতীয় তথ্য দেওয়া হল ।



Indira Gandhi National Centre for the Arts Department Recruitment 2021 পদের নাম ও শুন্যপদ - 


1. Project Assistant - 4 
2. Assistant - 5 
3. Helper - 5 


বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন প্রক্রিয়া

আবেদনের শেষ তারিখ

২৬/০৪/২০২১

অনলাইন

০৩/০৫/২০২১


Project Assistant পদের জন্য প্রয়োজনীয়তা ঃ-

মোট শুন্যপদ - চার (৪) টি


শিক্ষাগত যোগ্যতা ঃ- 

IGNCA থেকে PGDPC কোর্সের পাশাপাশি যে কোনও বিষয়ে মাস্টার ডিগ্রী থাকতে হবে।

(বা)

Art এক বছরের প্রাসঙ্গিক সহ শিল্প সংরক্ষণ / যাদুঘর / শিল্পের ইতিহাসে মাস্টার্স অভিজ্ঞতা

(এবং)

প্রার্থীকে এমএস অফিস / কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে


কাজের প্রোফাইল: প্রকল্প সহকারী প্রকল্পগুলির সমন্বয়ে সহায়তা করবে এবং এর সাথে যুক্ত হবে

আইজিএনসিএ, সংরক্ষণ বিভাগের সিনিয়র প্রকল্পের কর্মীরা।


বয়সসীমা ঃ- 

01/04/2021 হিসাবে 52 বছরের বেশি নয় ।


বেতন ঃ- 

৩০০০০ টাকা প্রতি মাসে ।

প্রার্থী বাছাই প্রক্রিয়া ঃ- ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । 


Assistant পদের জন্য প্রয়োজনীয়তা ঃ-

মোট শুন্যপদ - পাঁচ (৫) টি

শিক্ষাগত যোগ্যতা ঃ- 

আর্ট কন্সারভেসান বিষয়ে ডিপ্লোমা / শংসাপত্রের সাথে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ।

(এবং)

প্রার্থীকে এমএস অফিস / কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে ।


কাজের প্রোফাইল: 

সহকারী বিভাগ, আইজিএনসিএর সংরক্ষণ বিভাগের সিনিয়র প্রকল্প কর্মীদের সহায়তা করবে।


বয়সসীমা ঃ- 

01/04/2021 হিসাবে ৩৫ বছরের বেশি নয় ।


বেতন ঃ- 

২৫০০০ টাকা প্রতি মাসে ।

প্রার্থী বাছাই প্রক্রিয়া ঃ- ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । 



হেল্পার পদের জন্য প্রয়োজনীয়তা ঃ- 

মোট শুন্যপদ - পাঁচ (৫) টি

শিক্ষাগত যোগ্যতা ঃ-  

যেকোনো বিষয়ে গ্রাজুএশান সম্পূর্ণ করতে হবে 

অথবা 

উচ্চমাধ্যামিক পাস করতে হবে সাথে উল্লেখ কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে । 


কাজের প্রোফাইল: 

হেল্পার সংরক্ষণ বিভাগ, সিনিয়র প্রকল্প কর্মীদের আইজিএনসিএ অনুযায়ী সহায়তা করবে 


বয়সসীমা ঃ- 

01/04/2021 হিসাবে ৫৫ বছরের বেশি নয় ।

বেতন ঃ- 

২০০০০ টাকা প্রতি মাসে ।

প্রার্থী বাছাই প্রক্রিয়া ঃ- ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । 


আবেদন প্রক্রিয়া ঃ -

অনলাইনে আবেদন করতে হবে । নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ফিলাপ করে সমস্ত ডকুমেন্ট শেল্ফ আটেস্তটেড করে PDF ফাইল করে নিচে দেওয়া ইমেইল আইডি তে ইমেইল করতে হবে ০৩/০৫/২০২১ তারিখের মধ্যে । 

আবেদন করার জন্য Email ID :  conservationdivisionignca@gmail.com


আবেদন পত্র ডাউনলোড করুন ঃ Click Here ( অফিসিয়াল নোটিশের নিচের দিকে আবেদন পত্র টি আছে । )

অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করুন - Click Here

অফিসিয়াল ওয়েবসাইট - Click Here


উপরের সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে তবেই আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে । তবুও কোন রকম জিজ্ঞাস্য থাকলে আমাদের এই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন । 

Thanks for Visiting our Website 💗


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.