SC/ST/OBC ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি | Oasis scholarship full details and information & step by step form fill-up | Bongedutech
SC/ST/OBC ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি | Oasis scholarship full details and information & step by step form fill-up | Bongedutech
পশ্চিমবঙ্গের SC/ST/OBC ছাত্র ছাত্রী দের জন্য এই স্কলারশিপ দেওয়া হয় । এই স্কলারশিপ প্রদান করা হয় West Bengal Backward Classes Welfare Department থেকে । এই স্কলারশিপ টি Pre-Matric এবং Post-Matric দুটি স্তরে দেওয়া হয় ।
এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা -
১। শুধুমাত্র রাজ্যের SC/ST/OBC কাস্টের ছাত্র ছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন ।
২। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
৩। বার্ষিক পারিবারিক আয় ২.৫ লাখ টাকার নিচে হতে হবে তবে OBC দের জন্য ১ লক্ষ টাকার নিচে হতে হবে ।
৪। Pre-Matric স্কিমে মাধ্যমিকের নিচে ছাত্র ছাত্রী যারা আছে তারা আবেদন করতে পারবেন ।
৫। Post- Matric স্কিমে ক্লাস 11 or 12 ক্লাস, ITI, Polytechnic, Medical, Engineering, গ্রাজুএশান , Postgraduate, M.Phil, P.hD, LLB, B.Pharm, B. Sc Nursing, Hotel Management সবাই আবেদন যোগ্য ।
Oasis Scholarship এ আবেদনের পর কত টাকা পাওয়া যায় ?
এই স্কলারশিপে আবেদন করলে যে টাকা টি দেওয়া হয় সেটি West Bengal Backward Classes Welfare Department থেকে দেওয়া হয় । ছাত্র ছাত্রী দের উচ্চ শিক্ষায় অসুবিধা না হওয়ার জন্য ।
Pre-Matric স্তরে ঃ -
প্রতি মাসে ১৫০ টাকা করে এবং হস্টেলার দের জন্য ৭৫০ টাকা প্রতি মাসে ১০ মাস দেওয়া হবে । তবে OBC ছাত্রছাত্রীদের জন্য ক্লাস ১ থেকে ৫ অবধি ২৫ টাকা প্রতি মাসে এবং ক্লাস ৬ ও ৮ এর জন্য ৪০ টাকা প্রতি মাসে এবং ক্লাস ৯ ও ১০ এর জন্য ৫০ টাকা প্রতি মাসে দেওয়া হবে । নিচে সম্পূর্ণ বিবরন দেওয়া হল 👇👇👇
Post- Matric স্তরে -
- Undergraduate (Honours) অর্থাৎ গ্রাজুয়েশান স্তরে প্রতি মাসে ৭৫০ টাকা ( হস্টেলার ) এবং ৩০০ টাকা প্রতি মাসে ( ডে-স্কলার) ছাত্র ছাত্রীরা পাবে ।
- যারা B.Sc Nursing / B.Pharm / LLB / Postgraduate / Hotel Management স্তরে পড়াশোনা করছে প্রতি মাসে ৮২০ টাকা ( হস্টেলার ) পাবে এবং ৫৩০ টাকা ( ডে-স্কলার) পাবে ।
- যারা Engineering / Medical / B.Sc (Agriculture) / LLM / M.Phil / PhD স্তরে পড়াশোনা করছে প্রতি মাসে ১২০০ টাকা ( হস্টেলার ) পাবে এবং ৫৫০ টাকা ( ডে-স্কলার) পাবে ।
- যে সমস্ত ছাত্র ছাত্রীরা Polytechnics / ITI / ক্লাস 11 or 12th এ পড়াশোনা করছে তারা প্রতি মাসে ৭৫০ টাকা ( হস্টেলার ) পাবে এবং ২৩০ টাকা ( ডে-স্কলার) পাবে ।
SC/ST/OBC Schoalrship / Oasis Schoalrship-এ আবেদন পদ্ধতি ঃ
প্রয়োজনীয় নথিপত্র সমুহ ঃ
- পাসপোর্ট সাইজ ফটো আপ্লিকেশান ফরমে লাগাতে হবে ।
- কাস্ট সার্টিফিকেটের জেরক্স ( Attested )
- লাস্ট ক্লাসের রেজাল্টের জেরক্স করপি ( Attested )
- বাঙ্কের পাসবই এর প্রথম পাতার জেরক্স যেখানে আকাউন্ট নম্বর ও IFSC নম্বর লেখা আছে ।
Scwb18022021/62084
উত্তরমুছুনSceb18022021/62084
মুছুনC1062
উত্তরমুছুন