মাধ্যমিক পাশে ১৩২০৬ টি ভলেন্টিয়ার নিয়োগ ২০২১-২০২২ | Neheru Yuva Kendra Sanghathan NYVS Volunteer recruitment 2021 | Bongedutech
মাধ্যমিক পাশে ১৩২০৬ টি ভলেন্টিয়ার নিয়োগ ২০২১-২০২২ | Neheru Yuva Kendra Sanghathan NYVS Volunteer recruitment 2021 | Bongedutech
যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করেছেন সবার জন্য সুখবর , কারন প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ব্লকে ২ জন করে দেশ জুরে মোট ১৩২০৬ জন ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নেহেরু যুব কেন্দ্র সংগঠন থেকে । এটি হল কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তরের অধিনস্ত একটি সংস্থা । এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক , ১ বছরের জন্য এই নিয়োগ করা হবে , তবে পরে এর মেয়াদ বাড়ানো হতে পারে । নিচে সমস্ত বিবরন দেওয়া হল 👇👇👇
Nyks 10th Pass Volunteer Recruitment 2021 |
Neheru Yuva Kendra Sangathan 2021 10th Pass Volunteer Recruitment 2021
পদের নাম ঃ নেহেরু যুব কেন্দ্র সংগঠন গুলিতে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে ।
শুন্যপদ ঃ এখানে মোট শুন্যপদের সংখ্যা ১৩২০৬ টি । দেশ জুরে এই নিয়োগ করা হবে , প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে ২ জন করে ভ্লেন্টিয়ার নিয়োগ করা হবে মোট ৬২৩ টি কেন্দ্রে হবে এই নিয়োগ ।
বয়স সীমা ঃ এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে বয়স হতে হবে । এই বয়স হিসাব করতে হবে ০১/০৪/২০২১ এর মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা ঃ NYKS ভলেন্টিয়ার নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বা সমতুল্য ।
নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পেয়ে যাবেন 👇👇👇
১। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা উচ্চ শিক্ষা থাকলে এবং বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ।
২। প্রার্থী যদি স্মার্ট ফোন চালানোর অভিজ্ঞতা থাকে এবং সাথে e- banking /Digidhan, social media নিয়ে জ্ঞান থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে ।
৩। এছাড়া NYKS affiliated youth ক্লাবের সদস্য হলেও অগ্রাধিকার দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি ঃ
এখানে আবেদন অনলাইন ও অফলাইনের মাধ্যমে করা যাবে ।
অনলাইনে আবেদন পদ্ধতি ঃ
অনলাইনে আবেদন করার জন্য https://nyks.nic.in এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন রেজিস্ট্রেশান করতে হবে ।
অফলাইনে আবেদন পদ্ধতি ঃ
অফলাইনে আবেদনের জন্য নিম্নে দেওয়া আবেদন ফর্ম Download করে প্রিন্ট করে সঠিক ভাবে ফিলাপ করে সমস্ত নথিপত্র সংযোগ করে নিজেদের জেলায় NYKS এর অফিসের ঠিকানায় পাঠাতে হবে ।
আবেদনের শেষ তারিখ ঃ ২০ ই ফেব্রুয়ারি ২০২১ আবেদনের শেষ তারিখ ।
NYKS ভলেন্টিয়ারের জন্য ইন্টারভিউ এর তারিখ ঃ
এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ২৫ শে ফেব্রুয়ারি থেকে ৮ ই মার্চ এর মধ্যে । ইন্টারভিউ বোর্ডে মোট চার জন থাকবেন । District Collector/ DM Chairperson , Two Eminent Persons in the field Members of youth / social/ education field , District Youth Officer ( Convener )।
এই পদের ইন্টারভিউএর ফল প্রকাশের তারিখ ঃ
ইন্টারভিউ দেবার ৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে , ১৫ ই মার্চ ২০২১ রেজাল্ট প্রকাশ করা হবে । এবং তাঁর পর ই ১ই এপ্রিল ২০২১ থেকে নিয়োগ হয়ে যাবে অর্থাৎ কাজে যোগদান করান হবে নির্বাচিত প্রার্থীদের ।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফলাইন আবেদন ফর্ম ডাউনলোড করুন 👇👇👇
অনলাইনে আবেদন করুন 👇👇👇
অফিসিয়াল ওয়েবসাইট - ( Click Here )
Thank You for Visit Our Website 💗
কোন মন্তব্য নেই: