রাজ্যে রুপশ্রী প্রকল্পের নাম প্রায় সবাই জানে , আর এই প্রকল্পে বতুন কর্মী নিয়োগ করা হচ্ছে । মোট দুটি বিভাগে এই নিয়োগ করা হচ্ছে - এক) ডাটা এন্ট্রি অপারেটর (DEO) এবং দুই) অ্যাকাউন্টেন্ট পদে ৷ চুক্তিভিত্তিক নিয়োগ হবে তবে শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারেবন । নিচে সমস্ত কিছু বিস্তারিত ভাবে আলোচনা করা হল ।
বিঞ্জপ্তি প্রকাশ পেয়েছে :- 22/12/2020 তারিখে
বিঞ্জপ্তি নম্বর :- 49IRUP/JGM
আবেদন করার শেষ তারিখ :- 18/01/2021
শুন্যপদ :- 5 টি
মোট শূন্য পদ :- 4 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ করতে হবে ৷ কম্পিউটার জ্ঞান থাকতে হবে, টাইপিং এর গতি মিনিটে ৩০ ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এবং এম এস ওয়ার্ড , এম এস এক্সেল পয়ার পয়েন্ট-এর কাজ জানতে হবে ৷ এছাড়াও যেকোনো (সরকারি/বেসরকারী) প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে ৷
বেতন :- 11,000 টাকা প্রতিমাসে ৷
বয়সসীমা :- ১৮ থেকে ৪০ এর মধ্যে বয়স হতে হবে ৷ ০১/০১/২০২০ এর মধ্যে বয়স হিসাব করতে হবে ৷ তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ৷ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে ৷ এবং ৫০ নম্বরের কম্পিউটার এর টেস্ট ও ১০ নম্বরের ইন্টারভিউ থাকবে ।
শূন্য পদ :- ১ টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- কমার্স নিয়ে গ্রাজুয়েশান পাস করতে হবে ৷ কম্পিউটার জ্ঞান থাকতে হবে, টাইপিং এর গতি মিনিটে ৩০ ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এবং এম এস ওয়ার্ড , এম এস এক্সেল পয়ার পয়েন্ট ও ট্যালি এর কাজ জানতে হবে ৷ এছাড়াও যেকোনো (সরকারি বা বেসরকারী) প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে ৷
বেতন :- 15,000 টাকা প্রতিমাসে ।
বয়সসীমা :- ১৮ থেকে ৪০ এর মধ্যে বয়স হতে হবে ৷ ০১/০১/২০২০ এর মধ্যে বয়স হিসাব করতে হবে ৷ এবং সরকারি নিয়ম অনুসারে SC/ST পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ৷ এক্ষেত্রে প্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে ৷ এছাড়াও ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট, সবশেষে ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে ৷
আবেদন মুল্য :- শূন্য ৷
আবেদনের শেষ তারিখ :- ১৮ জানুয়ারি ২০২১ । বিকাল ৫ঃ৩০ এর আগে ।
আবেদন পদ্ধতি :- অফলাইনে আবেদন করতে হবে ৷ আবেদন পত্র নিচে থেকে ডাউনলোড করতে পারবেন ৷ আবেদন পত্র ঠিক ভাবে ফিলাপ করে একটি মুখ বন্ধ খামে ভরতে হবে ৷ এবং খামের উপর লিখতে হবে,
"Application for The Post of__________________"
শুন্যস্থানে যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম লিখবেন ।
প্রয়োজনীয় নথিপত্র :- ভোটার কার্ড বা আধার কার্ড এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ৷মাধ্যামিকের অ্যাডমিট কার্ড সাথে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র এছাড়াও কম্পিউটার সার্টিফিকেট ও অভিঞ্জতার সার্টিফিকেট জমা করতে হবে ৷ এই সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সসাক্ষর করে আবেদন পত্রের জমা দিতে হবে নিম্ন লিখিত ঠিকানায় ।
ঠিকানা :- ঝাড়গ্রাম জেলা শাসকের রূপশ্রী প্রকল্পের দপ্তরে গিয়ে সরাসরি জমা দিতে হবে ৷
অফিশিয়াল নোটিশ ও আবেদনপত্র ডাউনলোড করুন :-
কোন মন্তব্য নেই: