পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের সমস্ত পদ্ধতি নতুন , সংশোধন এবং ডিলার পরিবর্তন । West Bengal Ration Card all Form download and Application process full details । Bong Edutech

রেশন কার্ড বর্তমানে অতি প্রয়োজনীয় একটি ডকুমেন্ট । তবে আস্ল সমস্যা হল, এই রেশন কার্ড নিয়ে অনেকের ই অনেক সমস্যা আছে , যেমন নানান ধরনের ভুলে ভর্তি আছে রেশন কার্ড। দিলার চেঞ্জ থেকে শুরু করে রেশন কার্ড ধরন পাল্টানোর জন্য মানুষ চিন্তিত । তাই এই রেশন কার্ড নিয়ে কিছু তথ্য নিচে দেওয়া হল । দেখে নিন কোন পরিবর্তনের জন্য কত নম্বর ফর্ম ফিলাপ করতে হবে ?




৩ নম্বর ফর্ম

ফ্যামিলির কোন ব্যক্তির যদি রেশন কার্ড না থাকে ,তাহলে III(3) নাম্বার ফর্ম ডাউনলোড করে ফর্ম ফিলাপ করার পর আপনার বাকি সমস্ত ডকুমেন্টস একসাথে এটাচ করে আপনার কাছাকাছি নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে জমা করতে হবে 

 ফর্ম ডাউনলোড এর জন্য নিচে ক্লিক করুন।

৪ নম্বর ফর্ম

পরিবারের ১ জন বা ২ জন না ৩ জন ব্যক্তির যদি কার্ড না পেয়ে থাকেন, সেখেত্রে ৪ চার নম্বর ফর্ম ফিলাপ করতে হবে , এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চার ক্ষেত্রে এইনাম্বার ফর্ম ফিলাপ করতে হবে । ফর্ম ডাউনলোড করুন।

৫ নম্বর ফর্ম

কার নাম বা ঠিকানা ভুল থাকলে সেক্ষেত্রে এই ৫ পাঁচ নম্বর ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে ।

ফর্ম ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করুন।



৬ নম্বর ফর্ম

রেশন কার্ডের ডিলার পরিবর্তন করার জন্য ৬  নম্বর ফর্ম ফিলাপ করতে হবে ।ফর্ম ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করুন।



৭ নম্বর ফর্ম

রেশন কার্ড সারেন্ডার করার জন্য এই ফিলাপ করে জমা করতে হবে   ফর্ম ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করুন।



৮ নম্বর ফর্ম

রেশন কার্ডের ধরন পরিবর্তন করার জন্য আপনাকে ফর্ম নাম্বার VIII ফিলাপ করে জমা করতে হবে   ফর্ম ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করুন।



৯ নম্বর ফর্ম

আপনার রেশন কার্ড টা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে ৯ নম্বর ফর্ম ফিলাপ করে  জমা করতে হবে ।ফর্ম ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করুন।



১০ নম্বর ফর্ম

ভর্তুকি হীন রেশন কার্ড এর জন্য বা অন্যান্য রেশন কার্ড থেকে ভর্তুকি হীন রেশন কার্ড এর পরিবর্তন করার জন্য ১০ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে এই আবেদন অনলাইন করা যাচ্ছে।

রেশন কার্ড সংক্রান্ত কোন রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্টে করতে পারেন । 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.