পুরানো প্যান কার্ড বাতিল হয়ে যাবে, কিভাবে নতুন প্যান কার্ড 2.0 পাবেন তা বিস্তারিত আলোচনা করা হলো
বর্তমানে প্যান কার্ড আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ব্যাংকে একাউন্ট থেকে শুরু করে নিজেদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজকর্মে প্যান কার্ড খুবই জরুরী, প্যান কার্ড ছাড়া কোন কাজই বর্তমানে করা যায় না। সম্প্রতি ভারত সরকার প্যান কার্ড ২.০ প্রকল্প চালু করেছে। নতুন প্যান কার্ডে থাকছে আগের তুলনায় অনেক বেশি নিরাপত্তা এবং অনেক উন্নত প্রযুক্তি
এই যে নতুন প্যান কার্ড ২.০ এই নিয়ে সাধারণ মানুষদের মনে বেশ কিছু প্রশ্ন দেখা দিচ্ছে। সব পুরনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাবে? সমস্ত ব্যাংকিং ট্রানজেকশন কি আটকে যাবে এই নতুন প্যান কার্ড না নিলে? নতুন প্যান কার্ড ২.০ এটিকে নেয়া কি বাধ্যতামূলক? আজ আমরা এইগুলিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যাতে সকলের সুবিধা হয়।
বিষয়সূচী
· ১. প্যান কার্ড ২.০ এর গুরুত্ব।
· 2. প্যান কার্ড ২.০ কি সবাই পাবে?
· 3. প্যান কার্ড ২.০ আবেদন খরচ কি বিনামূল্য?
· 4. প্যান কার্ড ২.০ নিলে আমাদের নতুন কি সুবিধা হবে।
· 5. পুরাতন প্যান কার্ড কি সত্যিই অকার্যকর হয়ে যাবে?
১. প্যান কার্ড ২.০ এর গুরুত্ব।.
আমরা সবাই জানি যে প্যান কার্ডের মধ্যেও একটি দশ অক্ষরের আলফা নিউমেরিক কোড থাকে, যা প্রতিটি ব্যক্তির জন্য আলাদা আলাদা হয়। এবং প্যান কার্ড সাধারণত আয়কর দপ্তর ইস্যু করে থাকে। প্যান কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যা এখনকার সময়ে ব্যাংকিং থেকে শুরু করে হাইকোর্ট, দলিল ,স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এমনকি লোন পাওয়ার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এটি খুবই একটি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি প্যান কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক অবস্থার বিশদ তথ্য জানতে পারে তাই প্যান কার্ড আর্থিক লেনদেনের একটি গুরুত্বপূর্ণ উপাদান প্যান কার্ড থাকলে খুব সহজেই কোন ব্যক্তি যে কোনো ব্যাংকে নিজের একাউন্ট তৈরি করতে পারে তাই খুবই গুরুত্বপূর্ণ উপাদান।
2. প্যান কার্ড ২.০ কি সবাই পাবে?
এটি সবারই মনে হতে পারে যে নতুন প্যান কার্ড কাদেরকে দেয়া হবে বা কারা পাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই ভারত সরকার থেকে জানানো হয়েছে যে।
· ১.যারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন তাদের প্যান কার্ড ২.০ দেয়া হবে।
· ২. এবং যাদের পুরাতন প্যান কার্ডের কোন কিছু ডাটা ভুল দেয়া ছিল তারা চাইলে এই নতুন প্যান কার্ড ২.০তে সেই ভুলগুলোকে সংশোধন করতে পারবে এবং নতুন প্যান কার্ড ইস্যু করতে পারবে।
3. প্যান কার্ড ২.০ আবেদন খরচ কি বিনামূল্য?
ভারত সরকার থেকে জানা গিয়েছে যে নতুন প্যান কার্ড ২.০ আসতে চলেছে সেটি নেয়ার জন্য কোন রকমে ফ্রি দিতে হবে না । ভারত সরকার এটিও জানিয়েছে যে এই যে নতুন প্যান কার্ড ২.০ আসতে চলেছে সিটি আপনার ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। এর জন্য আলাদাভাবে কোন রকম টাকা লাগবে না
4. প্যান কার্ড ২.০ নিলে আমাদের নতুন কি সুবিধা হবে।
ভারত সরকারের তথ্যাবোধনয় প্যান কার্ড ২.০ প্রকল্পটা চালু করা হয়েছে তাদের থাকবে নানা রকম ফিচারস তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো--
· বিশেষ QR কোড-
নতুন প্যান কার্ড ২.০ তে একটি আধুনিক কিউআর কোড লাগানো থাকবে যা নিরাপত্তা এবং তথ্য যাই হোক সব ক্ষেত্রেই বড় ভূমিকা পালন করবে আর এই QR কোড ব্যবহার করার প্রধান কারণ হলো বর্তমান সময়ে সমস্ত ক্ষেত্রেই QR কোড ব্যাপকভাবে প্রচলন বৃদ্ধি পাচ্ছে এবং এটি খুবই সুরক্ষিত একটি পন্থা।
উন্নত নিরাপত্ত-
তথ্য সুরক্ষিত ও উন্নত করতে প্যান কার্ড ২.০ তে নতুন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যা আপনাদের ডাটা কে আগের থেকে আরও অনেক গুণে সুরক্ষিত করে রাখবে।
5. পুরাতন প্যান কার্ড কি সত্যিই অকার্যকর হয়ে যাবে?
সবার মনে একটি প্রশ্ন আসতেই পারে যে নতুন প্যান কার্ড চালু হওয়ার পরে কি সত্যিই পুরনো প্যান কার্ডটি অচল হয়ে পড়বে? পুরাতন প্যান কার্ড টা কি আর ব্যবহার করা যাবে না? কিন্তু সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে পুরনো প্যান কার্ড সম্পূর্ণভাবে বৈধ থাকবে। আপনাদের পুরাতন প্যান কার্ড দিয়ে ব্যাংক একাউন্ট, লোন নেয়া, টক মার্কেটিং ইনভেস্টিং ইত্যাদি সমস্ত কাজে কোন বাধা পড়বে না। এছাড়া নতুন প্যান কার্ড চালু হওয়ার পরেও পুরানো প্যান কার্ড অকার্যকর হবে না যদি কোন ব্যক্তির প্যান কার্ডের তথ্য সংশোধন করতে হয় তাহলে সেই ব্যক্তিকে প্যান কার্ড ২.০ দেওয়া হবে।